shono
Advertisement

Breaking News

বাংলাদেশ-দুবাইয়ে অর্থ পাচার! রেশন দুর্নীতি মামলায় শংকর আঢ্যর বিরুদ্ধে চার্জশিট ED’র

২০১২ থেকে ২০২২২ পর্যন্ত এই অর্থ লেনদেন হয়েছে বলেই দাবি ইডির।
Posted: 05:10 PM Mar 05, 2024Updated: 05:11 PM Mar 05, 2024

অর্ণব আইচ: রেশন দুর্নীর্তি মামলায় চার্জশিট পেশ ইডির। ৮০ পাতার এই চার্জশিটে নাম রয়েছে ২২ জন সাক্ষীর। সেখানেই শংকর আঢ্যর বিরুদ্ধে ভারত থেকে বাংলাদেশ ও সেখান থেকে দুবাইয়ে অর্থ পাচারের অভিযোগ তোলা হয়েছে। ২০১২ থেকে ২০২২২ পর্যন্ত এই অর্থ লেনদেন হয়েছে বলেই দাবি। যার থেকে ০.৫ শতাংশ কমিশন পেতেন শংকর আঢ্য।

Advertisement

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement