সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালেই আবগারি দুর্নীতি মামলায় আগাম জামিন পেয়েছেন। বিকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে নবমবার আবগারি দুর্নীতিতে তলব করা হল কেজরিকে। এর আগে আটবারই হাজিরা এড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, দিল্লির জল বোর্ড সংক্রান্ত আরও একটা মামলায় তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
ইডির তলব লাগাতার এড়ানোয় দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। শনিবার সেই নির্দেশে সাড়া দিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির হন তিনি। আদালত থেকে আগাম জামিনও পান। তার পরই দিল্লির মুখ্যমন্ত্রীকে ফের সমন পাঠাল ইডি। আগামী ২১ মার্চ তাঁকে শশরীরে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এখন প্রশ্ন হল, কেজরি কি ওই সমনে সাড়া দেবেন? গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট আটবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রতিবারই তিনি এড়িয়ে গিয়েছেন।
[আরও পড়ুন: বাংলায় ৭ দফায় নির্বাচন, কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট? রইল পূর্ণাঙ্গ তালিকা]
অষ্টমবার তলব এড়ানোর পরে ইডিকে চিঠি লেখেন আপ সুপ্রিমো। কেন্দ্রীয় তদন্তকারীকে চিঠিতে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনি তৈরি। ১২ মার্চের পর তলব করলে তিনি সাড়া দেবেন। তবে সশরীরে নয়, ভারচুয়ালি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হবেন তিনি। কিন্তু শনিবার ইডি যে সমন পাঠিয়েছে তাতে কেজরিকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে।
[আরও পড়ুন: প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি কেমন? চিনের মোকাবিলায় কতটা তৈরি ফৌজ? জানালেন সেনাপ্রধান]
এই সমন প্রসঙ্গে দিল্লির মন্ত্রী অতিশি বলছেন, “কেজরিওয়াল শনিবারই আদালতে বিজেপির (BJP) সব প্রশ্নের জবাব দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন। তার পর অন্য মামলায় তলব করে মুখ বাঁচাতে চাইছে ইডি। দিল্লির জল বোর্ডের যে মামলায় মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে, সেই মামলার কথা আগে কেউ শোনেনি। এটা একটা ভুয়ো মামলা।” ভোটের মুখে এই সমন স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। যদিও শনিবার ভোট ঘোষণার পর থেকে ইডি তথা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি চলে গিয়েছে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে।