shono
Advertisement

দেশ জুড়ে কালো টাকা উদ্ধার করতে কোমর বেঁধে নামল ইডি

কলকাতাতেও তল্লাশি চালিয়ে এক চিকিৎসকের কাছ থেকে নতুন নোটে ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷ The post দেশ জুড়ে কালো টাকা উদ্ধার করতে কোমর বেঁধে নামল ইডি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:10 AM Dec 01, 2016Updated: 06:40 PM Nov 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই সবে লোকসভায় আয়কর বিল পাশ হয়েছে৷ সেই মতোই কাজ শুরু হয়ে গেল৷ কালো টাকার খোঁজ চালাতে বুধবার থেকেই শুরু হচ্ছে ইডির খানাতল্লাশি৷ দিল্লির ৪০টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ দিল্লির বিভিন্ন হাওলা কারবারি, বৈদেশিক মুদ্রা বিনিময়কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে৷

Advertisement

এদিকে সূত্রের খবর, কলকাতাতেও তল্লাশি চালিয়ে এক চিকিৎসকের কাছ থেকে নতুন নোটে ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷ পাশাপাশি কলকাতারই একটি এলাকা থেকে ৪ লক্ষ টাকা মূল্যের বিদেশি মূদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর৷

মঙ্গলবার কালো টাকা রুখতে লোকসভায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই পাশ হয়ে যায় নতুন আয়কর বিল৷ যে বিল অনুযায়ী, নোট বাতিলের পর বেহিসেবি জমার উপর কর বসাতে চলেছে কেন্দ্র৷ সাধারণত বেহিসাবি টাকার উপর বসছে ৫০ শতাংশ কর৷ তবে যে কালো টাকার কারবারীরা আয়কর দফতরেরে হাতে ধরা পড়েছেন তাদের উপর জরিমানা হিসাবে বসছে ৮৫ শতাংশ কর৷ এছাড়াও বিভিন্ন জায়গায় হানা দিয়ে যে টাকা উদ্ধার হবে তার ৯০ শতাংশই যাবে সরকারের ঘরে৷ বাকি ১০ শতাংশ থাকবে মালিকের৷ এই করের টাকা বিভিন্ন সরকারি প্রকল্পে খরচ করা হবে বলে জানা গিয়েছে৷ যে প্রকল্পে খরচ করা হবে সেই প্রকল্পের নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা৷

The post দেশ জুড়ে কালো টাকা উদ্ধার করতে কোমর বেঁধে নামল ইডি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement