সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের টাকার পাহাড়। উদ্ধার কোটি কোটি টাকার গয়নাও। এবার ইডির নজরে কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার। মাত্র ৬ বছর আগে চাকরি পাওয়া এই ইঞ্জিনিয়ারের সম্পত্তির বহর দেখে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। বড়দিনের সাতসকালে তাঁর কামারবহাটির বাড়িতে ইডি অভিযান চালায়। দিনভর তল্লাশিতে টাকা, গয়না ও সম্পত্তির প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তমাল দত্ত। পুর নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে রয়েছেন তিনি। গত ৫ অক্টোবর বাগুইআটির ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার তাঁর কামারহাটির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। সূত্রের খবর, তল্লাশিতে তাঁর বাড়ি থেকে ১৪ লক্ষ টাকা নগদ ও ১ কোটি ৬৩ লক্ষ মূল্যের হিরে ও সোনার গয়না উদ্ধার হয়েছে। এমনকী, সম্পত্তির ১৩০০ পৃষ্ঠার নথিও মিলেছে বলেও খবর।
[আরও পড়ুন: পেলে-নেইমারের ব্রাজিলকে সাসপেন্ড করার হুমকি দিল ফিফা! কিন্তু কেন?]
জানা গিয়েছে, ২০১৬ সালে পুরসভার ইঞ্জিনিয়ার পদে চাকরি পেয়েছিলেন তমাল। তার পর থেকেই রকেটের গতিতে তাঁর উত্থান। অভিযোগ, পুরসভায় নিয়োগে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। চাকরি পাওয়ার মাত্র ৬ বছরের মধ্যে বিপুল সম্পত্তির পরিমাণ তমালের বিরুদ্ধে ওঠা অভিযোগে সিলমোহর দিচ্ছে বলেই ধারনা তদন্তকারীদের। ইতিপূর্বে তমাল দত্তের বাগুইআটির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এমনকী, সিজিও কমপ্লেক্সে ডেকেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার সেই ই়ঞ্জিনিয়ারের বাড়ি থেকে বিপুল সম্পত্তি উদ্ধার হল।