shono
Advertisement

রাস্তার কুকুরের থেকেও বেশি ঘোরাঘুরি করছে ED! বিস্ফোরক গেহলট

'মোদি বুঝেছেন ওঁর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে', বলছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।
Posted: 05:40 PM Oct 27, 2023Updated: 05:40 PM Oct 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rajasthan) ভোটের আগে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার মরুরাজ্যের বহু কংগ্রেস নেতার বাড়িতেই তল্লাশি চালিয়েছে ইডি। খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) ছেলে বৈভবকে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলায় সমন পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা বেনজির আক্রমণ করলেন ইডিকে। তাঁর মন্তব্য, ”এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাস্তার কুকুরের চেয়ে বেশি ঘোরাফেরা করছে ইডি।”

Advertisement

জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে এদিন হাজির ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে এভাবে আক্রমণ করতে দেখা গেল। তিনি আরও বলেন, ”এদেশে কুকুরদের থেকেও বেশি সক্রিয় ইডি। আমি ইডি ও সিবিআইয়ের থেকে সময় চেয়েছিলাম। কিন্তু এখন এটা একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। মোদিজি বোধহয় বুঝতে পেরেছেন ওঁর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। উনি তাই এখন ‘গ্যারান্টি মডেল’ হয়ে উঠেছেন।”

[আরও পড়ুন: মোদির ‘বিকশিত ভারতে’ আপত্তি নির্বাচন কমিশনের, ভোটমুখী ৫ রাজ্যে বন্ধ যাত্রা]

গতকালও ইডির তৎপরতা নিয়ে এক্স হ্যান্ডেলে কটাক্ষ করেছিলেন গেহলট। তিনি লেখেন, ‘আমি যা বলে আসছিলাম আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। রাজস্থানে রোজ রোজ ইডির রেড এইজন্যে হয়, যেহেতু বিজেপি চায় না রাজ্যের মহিলা, কৃষক এবং দরিদ্ররা কংগ্রেসের দেওয়া গ্যারান্টির সুবিধা পান।’

[আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’র কণ্ঠ পরীক্ষায় ‘না’, এসএসকেএম থেকে ফের খালি হাতে ফিরল ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement