shono
Advertisement

ফ্ল্যাট দুর্নীতি: নুসরত জাহানের কাছে আরও নথি তলব ইডির

চলতি সপ্তাহেই নথি জমা দেওয়ার নির্দেশ।
Posted: 10:53 AM Sep 20, 2023Updated: 03:17 PM Sep 20, 2023

অর্ণব আইচ: ফ্ল্যাট দুর্নীতি মামলায় তারকা সাংসদ নুসরত জাহানের কাছে আরও নথি চেয়ে পাঠাল ইডি। হাজিরার দিনে তিনি সমস্ত নথি জমা দেননি বলেই খবর। এদিকে সংস্থার ডিরেক্টর রাকেশ সিংকে আগামী সপ্তাহে ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে ইডি মারফত জানা গিয়েছে।

Advertisement

ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধ্যায় ইডি দপ্তরে পৌঁছে গিয়েছিলেন। অভিযোগ ছিল, তৃণমূলের তারকা সাংসদ (TMC MP) নুসরত জাহান(Nusrat Jahan) সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। সেই টাকা ফেরত চান প্রতারিতরা। ইডি তদন্তের আরজি জানানো হয়। নুসরত এরপর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানান, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত নন। চাইলে নথি দিয়ে প্রমাণ করে দেবেন। এর পরই আচমকা ইডি নুসরতকে নোটিস পাঠিয়ে তলব করে। ইডির তরফে জানানো হয়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

[আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের ছক, সীমান্তে ১৪ কোটি টাকার সোনা উদ্ধার, ধৃত ১]

তলবে সাড়া দিয়ে ইডি দপ্তরে হাজিরাও দিয়েছিলেন নুসরত জাহান। দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। এবার নুসরতের কাছে ফ্ল্যাট সংক্রান্ত আরও নথি তলব করল ইডি। মূলত, যে সময় ডিরেক্টর পদে ছিলেন নুসরত, সেই সময়ের নথি তলব করা হয়েছে। কী কী কাজ করতে হত তাঁকে। কোন কোন মিটিং করেছেন পদে থাকাকালীন। অন্য কোনও  অ্যাকাউন্ট ছিল কি না, তা জানতে চাওয়া হয়েছে। এই সপ্তাহের মধ্যে সমস্ত নথি জমা দিতে বলা হয়েছে৷ এই নথি তদন্ত সহযোগিতা করবে বলেই খবর।

[আরও পড়ুন: ইছামতীর ভাসানেই সৃষ্টির অনুপ্রেরণা, সপ্তম শ্রেণির ছাত্রের হাতে রূপ পাচ্ছে দুর্গা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement