বিশেষ সংবাদদাতা: ভারতে শো করতে এসেছেন, আর বন্ধু অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে দেখা করবেন না, এও কী সম্ভব! তাই তো সোমবার বেঙ্গালুরু থেকে কলকাতায় পা রেখেই এড শিরান (Ed Sheeran) সোজা ছুটে গেলেন অরিজিতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বাড়িতে। ব্রিটিশ পপস্টারও যে ভারতীয় গায়কের সুরেলা কণ্ঠের অন্ধভক্ত, তা আরও একবার প্রমাণ করে দিল সোমবারের এই সাক্ষাৎ।
গত সেপ্টেম্বর মাসেই লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ সিং। মার্কিন মুলুকে দুই গায়ক সুপারস্টারের জমজমাট যুগলবন্দির জলসা দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা-অনুরাগীরাও। অরিজিতের সঙ্গে যে এড শিরানের দারুণ বন্ধুত্ব গত অক্টোবর মাসে দুই তারকার জ্যামিং সেশনের ঝলক দেখেই তা ঠাহর করা গিয়েছিল। একসঙ্গে গ্রিন রুমে রিহার্সালের সময় ব্রিটিশ পপতারকাকে দেখেই জড়িয়ে ধরেছিলেন উচ্ছ্বসিত অরিজিৎ। তার পর কত আড্ডা আর গান। সেসব ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল হয়েছিল। তাই তো এবার ভারতে শো করতে এসে ভায়া কলকাতা হয়ে শিলং যাওয়ার পথে দেখা করতে গেলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে।
জিয়াগঞ্জের ভূমিপুত্র তথা সুপারস্টার গায়ক যদিও বরাবরই এসব বিষয়ে স্পিকটি নট! লাইমলাইটের অন্তরালে থাকতেই পছন্দ করেন। তাই এবারও শিরানের সঙ্গে তাঁর সাক্ষাৎ পর্বের কোনও ছবি সোশাল মিডিয়ায় ফাঁস করেননি তিনি এখনও। তবে বাংলার মাটির ছোঁয়া যে ব্রিটিশ পপস্টারও উপভোগ করবেন, সেটা বেশ আন্দাজ করা যায়। এরপর গন্তব্য শিলং। জিয়াগঞ্জ থেকেই সোমবার রাতে শিলংয়ের উদ্দেশে রওনা হবেন এড শিরান। সেখানে কনসার্ট রয়েছে। এবার প্রশ্ন, সেই কনসার্টে কি অরিজিৎও থাকবেন? আরও একবার তাঁর সঙ্গে এড শিরানের যুগলবন্দির সাক্ষী থাকবেন শ্রোতা-অনুরাগীরা? ঠিক যেমনটা চেন্নাইয়ের কনসার্টে রহমানের সঙ্গে দেখা গিয়েছিল ব্রিটিশ পপস্টারকে। তেমন জল্পনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, মিউজিক্যাল ট্যুর নিয়ে সদ্য ভারতে পা রেখেছেন এড শিরান। পুনে, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু হয়ে এবার শিলংয়ে শো করবেন তিনি। তার প্রাক্কালেই রবিবার বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান গেয়ে পুলিশি বিপাকে পড়তে হয়েছিল শিরানকে। পুলিশি অনুমতি থাকলেও নিরাপত্তার ভয়ে তাঁর স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দেয় বেঙ্গালুরু পুলিশ। সেই ঘটনা নিয়ে যখন গোটা দেশে চর্চার অন্ত নেই, তখন এড শিরান খোশ আড্ডা-গল্পে মশগুল অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে।
