অর্ণব আইচ: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। আগামী শুক্রবার সকাল ১১ টায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত কুন্তলের সূত্র ধরেই উঠে এসেছে সায়নীর নাম, দাবি ইডির। তবে এখনও এ বিষয়ে সায়নীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
নিয়োগ দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছতে দীর্ঘদিন ধরে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের জেরা করায় একের পর এক উঠে আসছে নতুন নতুন নাম। এবার ইডির নজরে তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ। ইডি সূত্রে খবর, ধৃত কুন্তলকে জেরা করে উঠে এসেছে সায়নী ঘোষের নাম। এছাড়াও কুন্তলের থেকে পাওয়া বেশ কিছু নথিতেও মিলেছে তাঁর নাম। এর পরিপ্রেক্ষিতেই এই তলব। আগামী শুক্রবার ১১ টায় বেশ কিছু নথি নিয়ে সায়নীকে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। মূলত, কুন্তলের সঙ্গে তাঁর কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা।
[আরও পড়ুন: ফের কমিশনারের কাছে নালিশ শুভেন্দুর, উঠল পূর্ব মেদিনীপুরের সুপারকে সরানোর দাবিও]
প্রসঙ্গত, প্রায় একবছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা বাংলা। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোাধ্যায়-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। দীর্ঘদিন ধরে জেলবন্দি তাঁরা।