সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালেই টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় দিল্লি হাই কোর্টে বড় ধাক্কা খেয়েছেন মহুয়া মৈত্র (Mohua Moitra)। এর মধ্যেই ফের বহিষ্কৃত তৃণমূল সাংসদকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১১ মার্চ তলব করা হয়েছে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলাতেই এই তলব।
টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে। সংসদে প্রশ্ন বিতর্কেই তাঁর বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্তভার পেয়েছে ইডি(ED)। সেই সূত্রেই আগেও তৃণমূল নেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ওই মামলাতেই ফের তলব করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দপ্তরে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছিল মহুয়াকে। তখন তিনি হাজিরা দেননি। তিন সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন। এবার ১১ মার্চ নেত্রীকে দেখা করতে বলল ইডি।
[আরও পড়ুন: ঘরছাড়া কেজরির দল! দিল্লির ‘আপ’ সদর দপ্তর খালি করার নির্দেশ সুপ্রিম কোর্টের]
প্রসঙ্গত, মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহাদ্রি। নিয়মভঙ্গের ওই অভিযোগেই সংসদ থেকে বিতাড়িত (Expelled) হন মহুয়া। নিশিকান্ত ও অনন্তের ওই দাবির বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) মামলা করেছিলেন নেত্রী। সোমবার ওই মামলাতেও আদালতে বড় ধাক্কা খেয়েছেন তিনি। মহুয়ার আবেদন খারিজ হয়ে গিয়েছে হাই কোর্টে।