shono
Advertisement

Breaking News

বরখাস্ত সাংসদ মহুয়াকে এবার ইডি তলব, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ

টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল তৃণমূল সাংসদের বিরুদ্ধে। তার জেরে লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া মৈত্র। সূত্রের খবর, সেই অভিযোগের ভিত্তিতেই বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন নিয়ে ইডি তদন্ত শুরু হবে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে।
Posted: 06:15 PM Feb 15, 2024Updated: 08:39 PM Feb 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ইডির নজরে মহুয়া মৈত্র (Mahua Moitra)। আগামী সোমবার তৃণমূল নেত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। সূত্রের খবর, সংসদে প্রশ্ন বিতর্কেই মহুয়ার বিরুদ্ধে বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তদন্ত করবে ইডি(ED)। 

Advertisement

বৃহস্পতিবার দুপুর থেকেই একের পর এক নেতার কাছে ইডির তলব এসেছে। গরু পাচার মামলায় ইডির নোটিস পান ঘাটালের তৃণমূল সাংসদ দেব। এছাড়াও অ্যালকেমিস্ট মামলায় তলব করা হয় বিধায়ক মুকুল রায়কে। দুজনকেই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে দেবকে। 

[আরও পড়ুন: ‘লোকসভায় একাই লড়ব’, ইডি তলবের পরই ‘ইন্ডিয়া’ ছাড়লেন ফারুক, এবার এনডিএতে?]

তার পরেই তৃণমূল (TMC) নেত্রী মহুয়াকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগেই ডেকে পাঠানো হয়েছে বহিষ্কৃত সাংসদকে। আগামী সোমবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। 

ব্যবসায়ী বন্ধুর থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন মহুয়া মৈত্র। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ। তবে এই মামলায় এখনও কোনও রায় দেয়নি শীর্ষ আদালত। তার মধ্যেই ইডির মুখোমুখি হতে হবে মহুয়াকে। ইতিমধ্যেই দেবের ইডি তলবকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে তোপ দেগেছে তৃণমূল। একই দিনে আরেক দলীয় নেত্রীকে ইডি তলবের প্রেক্ষিতে তৃণমূলের এই অভিযোগ আরও জোরদার হবে বলেই মত বিশ্লেষকদের।  

[আরও পড়ুন: ভারতরত্ন দিতে হবে সাইরাস পুনাওয়ালাকে, বন্ধুর জন্য গলা ফাটাচ্ছেন শরদ পাওয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement