সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেঁচো খুড়তে শুধু কেউটে নয়, ক্রমশ অজগরের হদিশ পাচ্ছে ইডি! রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া বাকিবুর যেন ধনকুবের! সূত্রের খবর, তদন্তে উঠে আসা সম্পত্তির পরিমাণ দেখে ইডি (Enforcement Directorate) কর্তাদের চক্ষু চড়কগাছ। সূত্রের দাবি, জমির পরিমাণ দেড় হাজার কাঠার বেশি। সাড়ে ৭ হাজার বর্গফুট আয়তনের অন্তত ১০টি ফ্ল্যাটের মালিক তিনি। দেশে নয়, ফ্ল্যাট রয়েছে বিদেশেও। কী কারণে বিদেশে ফ্ল্যাট কিনেছিলেন বাকিবুর, তা খতিয়ে দেখছে ইডি।
তদন্তে ইডি জানতে পেরেছে, ধৃত বাকিবুর রহমান সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি। যার মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট। ইডি সূত্রে খবর, চালকল মালিক বাকিবুরের জমির পরিমাণ ১ হাজার ৬৩২ কাঠা। যার মধ্যে বেশিরভাগটাই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং বহরমপুরে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে ৯টি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে খবর। রয়েছে পার্কস্ট্রিট, রাজারহাট, রঘুনাথপুরের মতো একাধিক জায়গায়। ইডি সূত্রে আরও খবর, ফ্ল্যাটের আয়তন অন্তত সাড়ে ৭ হাজার বর্গফুট। এই সমস্ত সম্পত্তিই সরকারিভাবে বাকিবুরের নামে নথিভুক্ত বলে খবর।