shono
Advertisement

Breaking News

সেপ্টেম্বরে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ কি ইডেনে? তুঙ্গে জল্পনা

এদিকে ইডেনে ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে।
Posted: 05:18 PM Jun 03, 2022Updated: 07:36 PM Jun 03, 2022

স্টাফ রিপোর্টার: আইপিএল শেষ হতে না হতেই ইডেন সংস্কারের কাজ শুরু হয়ে গেল। আগামী ২০২৩ বিশ্বকাপকে মাথায় রেখে আমূল বদলে ফেলা হবে ইডেন। দর্শকসংখ্যাও বাড়িয়ে এক লক্ষ করার কথা ভাবা হচ্ছে। খবর যা, তাতে দুর্গাপুজোর আগেই ইডেনে (Eden Gardens) বসে যাবে নতুন ফ্লাডলাইট। বদলে যাবে ইডেনের অন্দরমহলও। এ সবের মধ্যেই আবার জল্পনা ছড়াল পুজোর আগে ইডেনে আন্তর্জাতিক ম্যাচের সম্ভাবনা নিয়ে।

Advertisement

ফাইল ছবি

আসলে দিন কুড়ি আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) ঘোষণা করে যে, আগামী সেপ্টেম্বরে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারত সফরে আসবে। এ দিন হঠাৎই চাউর হয়ে যায়, তার একটা ম্যাচ ইডেনে আসতে পারে। যদিও সরকারিভাবে বিসিসিআই এই সফরের সূচি এখনও ঘোষণা করেনি। আবার এই সিরিজের একটি ম্যাচ যে ইডেনে আসতে পারে তেমন কোনও ইঙ্গিতও মেলেনি।

[আরও পড়ুন: ‘সর্বোপরি দেশের স্বার্থ’, ইউক্রেন ইস্যুতে ইউরোপকে তুলোধোনা করলেন জয়শংকর]

বাস্তবটা হল, টি-টোয়েন্টি ম্যাচ হলে ইডেনের তা পাওয়ার সম্ভাবনা কম। ইডেনের ওয়ানডে ম্যাচের ‘টার্ন’ আছে, টি-টোয়েন্টির নেই। যেহেতু কোভিডের (COVID-19) সময় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে ওয়ানডে ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল, তাই হিসেব মতো দেশে ওয়ানডে সিরিজ হলে, ইডেনের ম্যাচ পাওয়ার কথা। বোর্ড (BCCI) মহলের কেউ কেউ বললেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে যাই থাক, আইসিসির (ICC) ভবিষ্যৎ সূচিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ ওয়ানডে সিরিজ হবে বলেই নাকি বলা আছে। সেই মতোই যদি চলা হয়, যদি শেষ পর্যন্ত ওয়ান ডে সিরিজ হয়, তা হলে ইডেন পেতে পারে ম্যাচ। কিন্তু অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা ভেবে যদি সিরিজটা টি-টোয়েন্টি ম্যাচের হয় শেষ পর্যন্ত, তা হলে ইডেন হয়তো পাবে না।

[আরও পড়ুন: ‘সর্বোপরি দেশের স্বার্থ’, ইউক্রেন ইস্যুতে ইউরোপকে তুলোধোনা করলেন জয়শংকর]

উল্লেখ্য, দিনকয়েক আগে প্রতিকূল পরিস্থিতিতেও ইডেন সফলভাবে আইপিএলের (IPL 2022) প্লে-অফের আয়োজন করেছে। আর তাতে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনকে ফুল মার্কসও দিয়েছেন। ইডেনই সেরা ভেন্যু বলে দিয়েছেন সৌরভ। এখন দেখার ‘সেরা ভেন্যু’তে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ আসে কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement