shono
Advertisement

বিশেষ সম্মান, এবার ইডেনে শহিদ জওয়ানদের নামে তৈরি হল ৪টি স্ট্যান্ড

শহিদদের এমন সম্মান জানানোয় সিএবি-কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল৷ The post বিশেষ সম্মান, এবার ইডেনে শহিদ জওয়ানদের নামে তৈরি হল ৪টি স্ট্যান্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 PM Apr 29, 2017Updated: 10:52 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় শহিদ হয়েছিলেন ২৫ জন আধাসেনা৷ সেই ঘটনায় ডুকরে উঠেছিল কেকেআর নেতা গৌতম গম্ভীরের মন৷ তাঁদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে শুক্রবার ম্যাচ সেরার পুরস্কার অর্থও শহিদদের পরিবারকে দান করার কথা জানান নাইট নেতা৷ পাশাপাশি শহিদদের সন্তানদের পড়াশোনার সব দায়িত্ব নিয়েছে গম্ভীরের ফাউন্ডেশন৷ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের মতো এবার তাঁর ঘরের মাঠ ইডেনও দেশের শহিদদের বিশেষ সম্মান জানাল৷ ফের গর্বে উঁচু হল কলকাতাবাসী মাথা৷

Advertisement

[জানেন, আইপিএল-এ কী কী রেকর্ড গড়েছে কেকেআর?]

ক্রিকেটের নন্দনকাননের চারটি স্ট্যান্ডের নাম শহিদদের নামাঙ্কিত করা হল৷ দিল্লি-কলকাতা মুখোমুখি হওয়ার আগেই সরকারিভাবে স্ট্যান্ডগুলির উদ্বোধন করা হয়৷ স্ট্যান্ডে কর্নেল নীলকান্ত জয়চন্দ্রন নায়ার, হাবিলদর হ্যাংপ্যান দাদা, লেফ্টন্যান্ট কর্নেল ধন সিং থাপা এবং সুবেদার যোগিন্দর সিংয়ের নাম জ্বলজ্বল করছে৷ সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, লেফ্টন্যান্ট জেনারেল প্রবীন বকসি-সহ বিশিষ্টজনেরা স্ট্যান্ডের উদ্বোধন করেন৷ গত বছর উত্তর কাশ্মীরের নৌগ্রামে অনুপ্রবেশকারীদের হাতে মৃত্যু হয়েছিল অসম রেজিমেন্টের হ্যাংপ্যান দাদা৷ অশোক চক্র প্রাপ্ত দাদার স্ট্যান্ডের উদ্বোধন করেন ক্রিকেট দুনিয়ার দাদা সৌরভ৷ ১৯৯৩ সালে নাগাল্যান্ডে দুষ্কৃতীদের সঙ্গে শহিদ হয়েছিলেন অশোক চক্র ও কীর্তি চক্র প্রাপ্ত কর্নেল নায়ার৷ ১৯৬২ সালে চিন যুদ্ধের সময় গোরখা রাইফেলসে ছিলেন ধন সিং থাপা৷ যোগিন্দর সিং এবং থাপা দুই শহিদই দেশের জন্য আত্মত্যাগের সম্মান হিসেবে পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন৷

[মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয়কে বিশেষ সম্মান জানাবে FIFA]

এছাড়া সৌরভ গঙ্গোপাধ্যায়, বিএন দত্ত, জগমোহন ডালমিয়া এবং কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায়ের নামে স্ট্যান্ড রয়েছে ইডেন গার্ডেনসে৷ শহিদদের এমন সম্মান জানানোয় সিএবি-কে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল৷

The post বিশেষ সম্মান, এবার ইডেনে শহিদ জওয়ানদের নামে তৈরি হল ৪টি স্ট্যান্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement