সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ বছরের এক দলিত তরুণীর গণধর্ষণের (Gang rape) ঘটনায় তোলপাড় তামিলনাড়ু (Tamil Nadu)। যে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে দু’জন রাজ্যের শাসক দল ডিএমকের দুই নেতা এবং চারজন নাবালক। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভিরুধুনগর জেলায়।
ঠিক কী অভিযোগ? জানা যাচ্ছে, মাস দুয়েক আগে ডিএমকে নেতা হরিহরণের সঙ্গে আলাপ হয় ওই দলিত তরুণীর। কিছুদিন পরে তাঁকে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে হরিহরণ, অভিযোগ এমনটাই। শুধু ধর্ষণ করাই নয়, নির্যাতিতা জানিয়েছেন, পুরো ঘটনাই ক্যামেরাবন্দি করা হয়। পরে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার ধর্ষণ করা হয় ওই তরুণীকে। অভিযুক্তদের মধ্যে শাসক দলের দুই ক্যাডার হরিহরণ ও জুনাইথ আহমেদ ছাড়াও চারজন নাবালক রয়েছে। তারা দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: আগামী দিনে সব শূন্যপদ পূরণ করবে রাজ্য, দ্রুত শুরু শিক্ষক নিয়োগ, বিধানসভায় আশ্বাস ব্রাত্যর]
টানা অত্যাচার সহ্য করার পরে অবশেষে সাহস করে ওই তরুণী পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। গতকাল, সোমবার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও তফশিলি জাতি ও উপজাতি বিভাগেও মামলা রুজু করা হয়েছে। শুনানির পরে চারজনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। চার নাবালককে পাঠানো হয়েছে হোমে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দেখছে এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা।
শাসক দলের দুই ক্যাডারের নাম এই গণধর্ষণ কাণ্ডে উঠে আসায় ইতিমধ্যেই ভারতীয় জনতা যুব মোর্চার তরফে তীব্র প্রতিবাদ করা হয়েছে। সেই সঙ্গে ধৃতদের কড়া শাস্তির দাবিও জানানো হয়েছে। তোলপাড় দক্ষিণের রাজ্য।