shono
Advertisement

হিন্দু প্রতিবেশীর সৎকার করে নজির গড়লেন মুসলমান যুবকরা

অসহিষ্ণুতার ঘটনাগুলির বিরুদ্ধে এক জোড়ালো প্রতিবাদ৷
Posted: 09:06 PM Sep 07, 2016Updated: 03:36 PM Sep 07, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবার উপরে মানবধর্ম৷ আবারও প্রমাণ করে দিলেন নওয়াজ দাবির, মাসুদ খানের মতো মানুষরা৷ যখন হিন্দু প্রতিবেশীর শেষকৃত্য সম্পন্ন করলেন না তাঁর ছেলেরাও, তখন হিন্দুমতে প্রতিবেশীর শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিম প্রতিবেশীরা৷

Advertisement

গত রবিবারই এই ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের থানে৷ বহুদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন মুম্বরার ওয়ামান কদম৷ সেই সময় পাশে ছিলেন তাঁর স্ত্রী৷ কিন্তু স্ত্রী বিতাভার একার পক্ষে গোটা বিষয়টি সামাল দেওয়া বেশ কঠিন ছিল৷ আর সেই জন্য প্রতিবেশী মুসলিম যুবকরাই তাঁর সাহায্যে এগিয়ে যান৷ কিন্তু চিকিৎসার পরেও বিশেষ লাভ হয়নি৷ রবিবার রাতে ৬৫ বছরের বৃদ্ধ কদমের মৃত্যু হয়৷ এই ঘটনার পর কদমের প্রথম পক্ষের স্ত্রী’র দুই সন্তানকে প্রতিবেশীরা খবর দিলেও তাঁরা রাত্রিবেলাতেই সেখানে পৌঁছতে অস্বীকার করেন৷

গোটা ব্যাপারটা কিছুতেই সামাল দিতে পারছিলেন না কদমের স্ত্রী৷ আর তাই আবারও সাহায্যে এগিয়ে আসেন স্থানীয় মুসলমান যুবকরা৷ নওয়াজ দাবির, রাহিল দাবির, মাসুদ খান, ফারুক খান-সহ মোট ৮ যুবক স্থানীয় শ্মশানে নিয়ে যান কদমকে৷ হিন্দুমতে সৎকার করেন তাঁর৷ এরপর তাঁর অস্থি বিসর্জনও করেন তাঁরা৷ জানা গিয়েছে, কদমের শেষকৃত্যে হাজির হয়েছিলেন প্রায় ৪০ মুসলিম ব্যক্তি৷

প্রতিবেশীরা জানিয়েছেন, কদমের অনুপস্থিতিতে তাঁরাই বিতাভার দেখভাল করবেন৷ তাঁদের এই মানবিক মুখ, দেশে ঘটে চলা অসহিষ্ণুতার ঘটনাগুলির বিরুদ্ধে এক জোড়ালো প্রতিবাদ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement