সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার আগেই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। আগেই যাবতীয় তথ্য কমিশনের (Election Commission) হাতে তুলে দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ১৫ মার্চ বিকেল পাঁচটার আগেই ওই তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই ডেডলাইন শেষের আগে সামনে এল ওই তথ্য।
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর পরই শীর্ষ আদালত নির্দেশ দেয়, এসবিআইকে ৬ মার্চের মধ্যে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য তুলে দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। এর পর সেই তথ্য জনসমক্ষে আনবে কমিশন। কিন্তু নির্ধারিত সময়সীমার মাত্র ২ দিন আগে ৪ মার্চ সুপ্রিম কোর্টে এসবিআই জানায়, ওই সময়সীমার মধ্যে বন্ডের তথ্য দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে। বরং ওই তথ্য জমা দিতে আরও সময় চাই। আগামী ৩০ জুন পর্যন্ত সময় চায় তারা।
[আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির, ময়দানে নামার সময় জানিয়ে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’]
পালটা এসবিআইকে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ১২ মার্চের মধ্যেই ওই তথ্য জমা দিতে হবে। সেটা ১৫ মার্চের মধ্যে কমিশন নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করবে। অবশেষে ১৪ মার্চই প্রকাশ্যে এল বন্ডের তথ্য।