shono
Advertisement

ইভিএমের আগে ভিভিপ্যাট গণনা নয়, বিরোধীদের দাবি উড়িয়ে ঘোষণা কমিশনের

সুপ্রিম কোর্টের পর কমিশনেও ধাক্কা বিরোধীদের৷ The post ইভিএমের আগে ভিভিপ্যাট গণনা নয়, বিরোধীদের দাবি উড়িয়ে ঘোষণা কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:55 PM May 22, 2019Updated: 02:55 PM May 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের পর, এবার নির্বাচন কমিশনেও ধাক্কা খেল বিরোধীরা৷ প্রথমেই ভিভিপ্যাটের স্লিপ গণনার প্রস্তাব জানিয়ে মঙ্গলবার যে আরজি করেছিল বিরোধীরা, বুধবার তা খারিজ করে দিল নির্বাচন কমিশন৷ পুরনো পদ্ধতিতেই গণনা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল কমিশন৷ অর্থাৎ কাউন্টিংয়ের শুরুতে ইভিএমের ভোট গণনা হবে৷

Advertisement

[ আরও পড়ুন: অযোধ্যার মাটিতে সম্প্রীতির ছবি, মন্দিরেই ইফতারের আয়োজন কর্তৃপক্ষের]

সূত্রের খবর, মঙ্গলবার বিরোধীদের তরফে যে আরজি জানান হয়েছিল, তা পর্যলোচনার জন্য বুধবার সকাল এগারোটা থেকে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের আধিকারিকরা৷ দেড় ঘণ্টার বৈঠকের পর তাঁদের সিদ্ধান জানান আধিকারিকরা৷ তাঁরা বলেন, পুরনো পদ্ধতিতেই ভোটগণনা হবে৷ অর্থাৎ প্রথমে ইভিএমেরই ভোট গণনা হবে৷ কারণ, ভোটগণনা শুরু হতে আর মাত্র ২৪ ঘণ্টারও কম সময় হাতে রয়েছে৷ তাই এখন গণনা সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করলে, তা কমিশনের কর্মীদের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়া যাবে না৷ যার প্রভাব গোটা গণনা প্রক্রিয়ার উপর পড়বে বলে মত কমিশনের৷ এই নির্দেশিকা স্বভাবতই হতাশ করেছে ২২টি বিরোধী দলের কর্মীদের৷ যাঁরা বারবারই শাসকের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে৷

[ আরও পড়ুন: অযোধ্যার গোশালায় যুবকের যৌন লালসার শিকার একাধিক গরু! ]

এর আগে একশো শতাংশ ভিভিপ্যাট গণনার দাবিতে সরব ছিলেন বিরোধীরা৷ সেই দাবিতে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন তাঁরা৷ দায়ের হয় জনস্বার্থ মামলা৷ কিন্তু মঙ্গলবারই সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ এরপরই দিল্লিতে বৈঠক করে নির্বাচন কমিশনে যান ২২টি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ প্রতিটি বিধানসভা ভিত্তিক পাঁচটি ভিভিপ্যাট আগে গণনার দাবি জানান তাঁরা৷ সেই গণনায় কোনও গড়মিল পেলে, ওই কেন্দ্রের একশো শতাংশ ভিভিপ্যাট গণনার কথা কথা বলা হয় বিরোধীদের তরফে৷ তবে বিরোধীদের সেই দাবিও ধোপে টিকল না৷ তাও খারিজ করে দিল কমিশন৷

The post ইভিএমের আগে ভিভিপ্যাট গণনা নয়, বিরোধীদের দাবি উড়িয়ে ঘোষণা কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement