shono
Advertisement

শেষ দফার ভোটের আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরাল কমিশন

অপসারিত এডিজি সিআইডি রাজীব কুমারও৷ The post শেষ দফার ভোটের আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরাল কমিশন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:01 PM May 15, 2019Updated: 08:12 PM May 15, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমিত শাহের রোড শো ও বিদ্যাসাগর কলেজে দুষ্কৃতী হামলার ঘটনায় বড়সড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন৷ সরানো হল রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এবং রাজ্যের এডিজি সিআইডি রাজীব কুমারকে৷ রাজ্যের মুখ্য সচিব মলয় দে’র হাতে তুলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব৷ এবং রাজীব কুমারকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: পরিকল্পনা করেই বিদ্যাসাগরে হিংসা! ভাইরাল বিজেপি নেতার ভিডিও ]

এছাড়া নজিরবিহীন ভাবে এই প্রথম ভারতীয় সংবিধানের ৩২৪ ধারার প্রয়োগ করে সমস্ত রাজনৈতিক দলের প্রচারের সময়ও কমিয়ে দেওয়ার ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ এরাজ্যের প্রতিটি রাজনৈতিক দল বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার করতে পারবে বলে নবির্দেশ কমিশনের৷ অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে মঙ্গলবার শহরে যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়, বুধবার তাঁর নিন্দা করেছে কমিশন৷ এই ধরনের অনভিপ্রেত ঘটনা রদ করার জন্যই এই একগুচ্ছ পদক্ষেপ বলে কমিশন সূত্রে খবর৷

[ আরও পড়ুন: ‘ক্ষমা চাইব না’, রেহাই পেয়ে সুর চড়ালেন বিজেপি যুব নেত্রী প্রিয়াঙ্কা শর্মা ]

এছাড়া বুধবার সাংবাদিক সম্মেলনে অত্রি ভট্টচার্যের বিরুদ্ধে কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কমিশনের আধিকারিকরা৷ রাজ্যের স্বরাষ্ট্রপ সচিব কমিশনের কাজে হস্তক্ষেপের করেছেন বলে অভিযোগ করেন তাঁরা৷ সেকারণেই স্বরাষ্ট্র সচিবের পদ থেকে তাঁকে অপসারিত করা হয়েছে বলে খবর৷ রাজীব কুমারের কাজকর্মের বিষয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেছে কমিশন৷ সূত্রের খবর, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে৷ সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই তাঁকে এডিজি সিআইডি পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর৷

The post শেষ দফার ভোটের আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরাল কমিশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement