shono
Advertisement

রমজানের মধ্যে ভোটের নির্ঘণ্ট নিয়ে বিতর্ক, জবাব দিল নির্বাচন কমিশন

নিজেদের অবস্থার স্পষ্ট করল নির্বাচন কমিশন৷ The post রমজানের মধ্যে ভোটের নির্ঘণ্ট নিয়ে বিতর্ক, জবাব দিল নির্বাচন কমিশন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:12 PM Mar 11, 2019Updated: 09:12 PM Mar 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ঘোষণা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট৷ রমজান মাসের মধ্যে একটানা নির্বাচন হওয়ায়, ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হয়েছে অনেক রাজনৈতিক দল৷ এবার এনিয়ে মুখ খুলল কমিশন৷ জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট ভাষায় জানানো হল, রমজানের মধ্যে ভোট করতেই হচ্ছে, কারণ, একমাসের জন্য ভোট পিছিয়ে দেওয়া সম্ভব নয়৷ সমস্ত রকম উৎসবকে মাথায় রেখেই এবারের ভোটের তারিখ ঠিক করা হয়েছে। তাই, সেকারণেই উৎসবের দিনে এবং শুক্রবারগুলিতে কোনও নির্বাচন ফেলা হয়নি৷

Advertisement

[নোটবাতিলে প্রবল আপত্তি জানিয়েছিল রিজার্ভ ব্যাংক, RTI-এ ফাঁস বিস্ফোরক তথ্য ]

রবিবার জাতীয় নির্বাচন কমিশন লোকসভার ঘোষণা প্রকাশ করতেই প্রথম আপত্তি করেন তৃণমূলের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি জানান, রমজান মাসে এতদিন ধরে নির্বাচন হলে, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ অসুবিধার মুখে পড়বেন৷ তৃণমূল নেতার সুরেই কমিশনের নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আম আদমি পার্টির নেতা আমানাতুল্লাহ খানও৷ বিতর্কিত এই নেতা অভিযোগ করেন, কেন্দ্রের শাসকদল বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্যই নির্বাচন কমিশন এই ধরনের সূচী তৈরি করেছে৷ সেকারণেই সাত দফায় নির্বাচন করানো হচ্ছে৷ কমিশনের বিরুদ্ধে সরব হন লখনউয়ের মুসলিম ধর্মগুরু খালিদ রশিদ ফিরিঙ্গি-ও৷ নির্বাচনের শেষ তিন দফার সঙ্গে রমজানের সংঘাত হচ্ছে বলে, কমিশনের কাছে সেই তারিখ পরিবর্তনের দাবি জানান তিনি৷ বলেন, উপোস করে প্রচণ্ড রোদের মধ্যে মুলসিমদের ভোটে অংশগ্রহণ করা সম্ভবপর নাও হতে পারে৷

[মর্গে পড়ে বিমানযাত্রীর দেহ, আত্মীয়ের খোঁজে টুইট সুষমার]

যদিও এই সমস্ত দাবি মানতে নারাজ এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি৷ উলটে কমিশনের নির্বাচনী নির্ঘণ্টকে স্বাগত জানান তিনি৷ বলেন, ‘‘রমজান মাসে ভোট দিতে মুসলিমদের কোনও সমস্যা হবেনা। আমি সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব, নিজ স্বার্থে তাঁরা যেন মুসলিম ও রমজানকে ব্যবহার না করেন৷ মুসলিম ভাইরা অবশ্যই রমজানে উপোস করবেন৷ তাঁরা অফিসে যাবেন এবং সাধারণ জীবনযাপনই করবেন৷ কাজেই ভোট দিতে যেতেও অসুবিধা হবে না। ’’

The post রমজানের মধ্যে ভোটের নির্ঘণ্ট নিয়ে বিতর্ক, জবাব দিল নির্বাচন কমিশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement