shono
Advertisement

লোকসভার আগে মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে বিপাকে রাহুল, ‘সংযত হোন’, সতর্কবার্তা কমিশনের

মোদিকে পকেটমার বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী।
Posted: 08:31 PM Mar 06, 2024Updated: 08:31 PM Mar 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) আগেই রাহুল গান্ধীকে সতর্ক করল নির্বাচন কমিশন। ভোটের প্রচারে গিয়ে তাঁকে আরও সতর্ক ও সংযত থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

Advertisement

কেন হঠাৎ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এমন নির্দেশ দিল কমিশন? এর নেপথ্যে রয়েছে দিল্লি হাই কোর্ট। গত ডিসেম্বরে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে নোটিস জারি করেছিল আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘পকেটমার’, ‘পানৌতি’ বলে আক্রমণ শানিয়েছিলেন ওয়ানড়ের সাংসদ। গত ২২ নভেম্বর এই মন্তব্য করার পরে আদালতে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশনকে পদক্ষেপ করতে বলে আদালত।

[আরও পড়ুন: অপহরণ ও তোলাবাজি মামলায় প্রাক্তন সাংসদ ধনঞ্জয়ের ৭ বছরে সাজা ঘোষণা আদালতের]

দিল্লি হাই কোর্ট (Delhi High Court) জানায়, রাহুলের মন্তব্য মোটেও ভালো রুচির পরিচয় নয়। আট সপ্তাহের মধ্যে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। সেই নির্দেশের ভিত্তিতেই বুধবার রাহুল গান্ধীকে সতর্ক করা হল। কংগ্রেস সাংসদকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, জনসভায় ভাষণ দেওয়ার সময়ে নিজের শব্দচয়নের দিকে খেয়াল রাখতে হবে। আরও সংযত হয়ে সতর্কভাবে কথা বলতে হবে তাঁকে। তাছাড়াও তারকা প্রার্থী এবং রাজনৈতিক নেতাদের জন্য নির্বাচন কমিশন যে আচরণবিধি প্রকাশ করেছে সেটাও মেনে চলতে বলা হয়েছে রাহুলকে।

লোকসভা নির্বাচনের আগেই আলাদা করে আচরণবিধি প্রকাশ করেছে কমিশন। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে সকল দলের নেতাদের। ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে আগে কখনও নোটিস জার করা হয়েছিল, তারা যদি আবারও একই অপরাধ করে তাহলে ওই নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন। প্রসঙ্গত, মোদি পদবিকে অপমান করার অভিযোগে কারাদণ্ড হয়েছিল রাহুল গান্ধীর। তার জেরে খোয়াতে হয়েছিল সাংসদ পদও। এবার নির্বাচন কমিশনের তরফে আবারও হুঁশিয়ারি দেওয়া হল কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে।

[আরও পড়ুন: প্রশিক্ষণের সময় ভাঙল বিমান, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মহিলা পাইলট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement