shono
Advertisement

মোদির তুরুপের তাস প্রশান্ত কিশোরকে দলে টেনে বাজিমাত নীতীশের

মোদির অস্ত্রেই তাঁকে ঘায়েল করতে বদ্ধপরিকর নীতীশ। The post মোদির তুরুপের তাস প্রশান্ত কিশোরকে দলে টেনে বাজিমাত নীতীশের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:59 PM Sep 16, 2018Updated: 04:59 PM Sep 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোট শরিকের অস্ত্র ছিনিয়ে নিজের শক্তি আরও কয়েক গুণ বাড়িয়ে তুললেন নীতীশ কুমার৷ আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দেশের রাজনীতিতে বড় চমক দিল নীতীশ কুমারের জেডিইউ৷ ২০১২ সালে নরেন্দ্র মোদির সারথি প্রশান্ত কিশোরকে দলের সদস্যপদ দিয়ে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে দেশের বাজারে ‘বড় ডিল’ চূড়ান্ত করলেন বিহারের মুখ্যমন্ত্রী৷  

Advertisement

[ভারতীয় নারীদের সম্মান এতটাই সস্তা? দু’লক্ষ টাকা ফিরিয়ে প্রশ্ন নির্যাতিতার মায়ের]

আজ, রবিবার বিহারের পাটনায় জেডিইউয়ের রাজ্য কর্মসমিতির বৈঠকে নীতীশের উপস্থিতিতে জনতা দলের ধ্বজা নিজের কাঁধে তুলে নেন প্রশান্ত কিশোর৷ জনতা দলের অন্দরের খবর, আগামী লোকসভাকে পাখির চোখ করে নীতীশের পর দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে বসছেন মোদির ভোটপ্রচারের কৌশল ও পরিকল্পনা তৈরি করার জন্য বিখ্যাত প্রশান্ত কিশোর৷ লোকসভা  নির্বাচনেও তিনিও জনতা দলের টিকিটে ভোটে লড়তে পারবেন বলেও জনতা দল সূত্রে খবর৷ মোদির একদা তুরুপের তাস ভূমিকায় থাকা প্রশান্ত কিশোরের জনতা দলে নাম লেখানোর ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া জল্পনা৷

[ভিনজাতে বিয়ের ‘শাস্তি’, অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে যুবককে কুপিয়ে খুন]

কে এই প্রশান্ত কিশোর? আদতে পেশায় ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ৷ ছিলেন রাষ্ট্রপুঞ্জের গুরুত্বপদে৷ পরে, ২০১২ সালে মোদি শিবিরের ত্রাতা হয়ে দেশজুড়ে বিজেপির হয়ে প্রচারের ঝড় তুলতে পরিকল্পনা রূপায়ণ করেন৷ হাতে হাতে মেলে সাফল্য৷ নির্বাচনী প্রচারে কীভাবে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তা দেশের বাজারে প্রমাণ করে দেখান প্রশান্ত৷ ছিলেন নরেন্দ্র মোদির ডান হাত৷ ২০১২ সালে নরেন্দ্র মোদির সঙ্গেই পেশাদার প্রচার বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু৷ মোদিকে তৃতীয় বারের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার পিছনেও ছিল প্রশান্তের গুরুত্বপূর্ণ অবদান৷

[জ্বালানির দাম বাড়লে আমার কী, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

পরে, ২০১৪ সালে মোদির হয়ে লোকসভা নির্বাচনের প্রচার কৌশল ঠিক করার দায়িত্ব নেন৷ সেখানেও মেলে সাফল্য৷ দেশজুড়ে ‘মোদি হাওয়া’ তুলে বিপুল ভোটে গেরুয়া শিবিরে জয় ছিনিয়ে আনেন প্রশান্ত৷ ২০১৫ সালে বিহারে বিজেপিকে হারাতে নীতীশ-লালু জোট মডেল তৈরিও করেন তিনি৷ ২০১৭ সালে উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোট প্রচারের দায়িত্ব নিতেই মোদির সঙ্গে দূরত্ব তৈরি হয়৷ নীতীশ-লালুর জোট সাফল্য পেতেই প্রশান্তের ভূমিকা অনেক আগে থেকে নজরে ছিল নীতীশের৷ পরে, মোদির ছত্রছায়া থেকে বেড়িয়ে ভোটপ্রচারের কৌশল ও পরিকল্পনা তৈরি করায় সিদ্ধহস্ত প্রশান্ত কিশোর এবার জনতা দলের পতাকা তুলে হয়ে উঠলেন পুরোদস্তুর রাজনীতিবিদ৷

The post মোদির তুরুপের তাস প্রশান্ত কিশোরকে দলে টেনে বাজিমাত নীতীশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement