shono
Advertisement

ফের ধরাশায়ী মোহনবাগান, ফিরতি ডার্বি জিতে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল জুনিয়ররা

পরপর ডার্বি জেতায় খুশি লাল-হলুদ জুনিয়র দলের কোচ রঞ্জন চৌধুরীও। The post ফের ধরাশায়ী মোহনবাগান, ফিরতি ডার্বি জিতে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল জুনিয়ররা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:38 PM Feb 05, 2020Updated: 08:12 PM Feb 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ হয়েছেন কোলাডো-মার্কোসরা। চলতি আই লিগের প্রথম ডার্বিতে কিবু ভিকুনার মোহনবাগানের কাছে পরাস্ত হয়েছিলেন তাঁরা। কঠিন হয়েছে দলের চ্যাম্পিয়নশিপের দৌড়ও। তার উপর কোচ আলেজান্দ্রো বিদায় নিয়েছেন। সময়টা একেবারেই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। তবে এমন পরিস্থিতিতে দাদারা না পারলেও সমর্থকদের খুশি করতে সফল ছোটরা। বুধবার এলিট লিগের (অনূর্ধ্ব-১৮ ইউথ লিগ) ডার্বিতে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গলের (East Bengal) খুদেরা।

Advertisement

এদিন মোহনবাগানের ঘরের মাঠে ১-০ গোলে জেতে লাল-হলুদের জুনিয়র ব্রিগেড। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। ৭০ মিনিটে আসে সাফল্য। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করে ইস্টবেঙ্গলেরই প্রাক্তনী সালামরঞ্জন সিংয়ের ভাই সালাম জনসন সিং। জয় বাজের পাস থেকে বল জালে জড়াতে কোনও ভুল করেনি সে। তবে দুই অর্ধেই গোল করার একাধিক সুযোগ তৈরি করেছিল দুই দল। যদিও তা সঠিক সময় কাজে লাগাতে পারেনি ফুটবলাররা। এই লিগের গত ডার্বিতেও ইস্টবেঙ্গলের কাছে হার মানতে হয়েছিল বাগানের খুদেদের।

[আরও পড়ুন: কাজে এল না শ্রেয়সের সেঞ্চুরি, টেলরের চওড়া ব্যাটে প্রথম ওয়ানডে-তে জয়ী নিউজিল্যান্ড]

সেই ডার্বিতে গঙ্গাপারারের ক্লাবকে ২-১ গোলে হারায় ইস্টবেঙ্গল জুনিয়ররা। পরপর ডার্বি জয়ে স্বাভাবিকভাবেই খুশি লাল-হলুদ জুনিয়র দলের কোচ রঞ্জন চৌধুরী। ছেলেদের খেলায় সন্তুষ্ট তিনি। তিনি জানতেন, প্রথম ডার্বি হারের পর খোঁচা খাওয়া সিংহের মতোই গর্জে উঠতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। সেই মতোই দল সাজিয়েছিলেন। সাফল্য এসেছে। আই লিগে দাদাদের ভরাডুবির মধ্যেও ছোটদের ডার্বি জয় কিছুটা হলেও লাল-হলুদ সমর্থকদের ক্ষতে মলম দিয়েছে।

[আরও পড়ুন: গনগনে যৌনজীবন থেকে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, ৩৫-এর রোনাল্ডো এক বর্ণময় চরিত্র]

The post ফের ধরাশায়ী মোহনবাগান, ফিরতি ডার্বি জিতে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল জুনিয়ররা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement