সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মরশুমের ব্যর্থতার ছায়া যাতে পরের মরশুমেও দেখা না যায়, তারজন্য এখন থেকেই দল তৈরির প্রস্তুতি শুরু করতে চাইছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর সেই দল গড়তে গিয়েই ক্লাব আর বিনিয়োগকারীর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে।
পরের মরশুমের দল কোন কোন ফুটবলার এবং কোচকে নিয়ে করলে ভাল হতে পারে, তার একটা তালিকা বিনিয়োগকারীর কাছে পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। সেই তালিকার ভিত্তিতে এদিন ইস্টবেঙ্গল ফুটবল দলের বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘পরের মরশুমের জন্য ভাল দল গড়ার প্রস্তুতি নিচ্ছে বিনিয়োগকারী সংস্থা। তবে তার জন্য কোচ বা ফুটবলারদের ‘উইশ লিস্টের’ উপর নির্ভর করে দল গড়া হবে না। যে কোচ এবং ফুটবলারদের নেওয়া হবে তা সম্পূর্ণ টেকনিক্যাল বিষয়ের উপর নির্ভর করে।’
[আরও পড়ুন: চেন্নাইয়ের অনুশীলনে অন্য অবতারে ধোনি, ভিডিও ভাইরাল]
এরই সঙ্গে বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিভিন্ন ব্যাপারে আলোচনার জন্য বোর্ড মিটিং করতে ক্লাবের কাছে দিন চাওয়া হয়েছিল। কিন্তু ক্লাবের তরফ থেকে কোনও দিন জানানো হয়নি।’ এরই পাশাপাশি বিনিয়োগকারী সংস্থা আশা প্রকাশ করেছে, ‘আশা করব, এই মরশুমে মার্চ মাস শেষ হওয়ার আগেই বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।’
বিনিয়োগকারী সংস্থা ইমামির তরফে এরকম বিবৃতি আসার পরেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে দেবব্রত সরকার বলেন, ‘‘দলের খারাপ পারফরম্যান্স নিয়ে আলোচনার জন্য ১০ ডিসেম্বর ক্লাবের তরফে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে বোর্ড মিটিং ডাকতে বলি। একই সঙ্গে জানাই, দলে বেশ কিছু পরিবর্তন করলে, এই দলটাই বাকি ম্যাচগুলিতে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই চিঠির প্রাপ্তি স্বীকার এখনও পর্যন্ত আমরা পাইনি। কিছুদিন আগে আমরা একটা আলোচনায় বসে ছিলাম।
তখন ইমামির তরফে ফেব্রুয়ারিতে বোর্ড মিটিং করার কথা বলা হয়েছিল। আমরা জানিয়েছিলাম, সদস্যদের সঙ্গে ১৮ তারিখ দেখা করব। কারণ, অনেক আগেই সমর্থকদের দিনটা জানানো আছে। এরপর ১৯ তারিখেও আমরা বোর্ড মিটিংয়ে রাজি। এরপরেও যদি বিনিয়োগকারী সংস্থার থেকে বলা হয়, বোর্ড মিটিংয়ের জন্য আমাদের থেকে দিন জানানো হয়নি, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমার মনে হয়, কোথাও একটা ভুল হচ্ছে। ডিসেম্বরে চিঠি দিয়ে বোর্ড মিটিং করার জন্য চিঠি দিয়েছি। তারপর এটাও জানিয়েছি, ১৯ মার্চের পর যে কোনওদিন বোর্ড মিটিং করতে পারি। এরপরেও যদি বলা হয়, ক্লাবের জন্য বোর্ড মিটিং হচ্ছে না, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক।’’