সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান (Mohun Bagan) রত্নে ভূষিত হওয়া সম্মানীয়দের যে পদক দেওয়া হয় ক্লাবের তরফে, সেই পদকের আদলে স্মারক দেওয়া হবে এমিলিয়ানো মার্টিনেজকেও (Emiliano Martinez)। রবিবার একথা জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। মঙ্গলবার মোহনবাগান ক্লাবে আসছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলকিপার। সেখানেই ক্লাবের তরফে ওই স্মারক দেওয়া হবে তাঁকে। সোমবারই কলকাতায় পৌঁছবেন সোনার গ্লাভস জয়ী তারকা।
রবিবার মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “আমরা যে মোহনবাগান রত্ন (Mohun Bagan Ratna) দিই, সেই পদকের আদলে স্মারক দেওয়া হবে মার্টিনেজকে। তবে ওঁকে মোহনবাগান রত্ন করা হচ্ছে না। আমরা প্রথমে হাতে আঁকা ছবি দেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু উনি এই আঁকা দেশে নিয়ে নাও নিয়ে যেতে পারেন। আমরা চাইছিলাম যে উপহার দেব তা যেন উনি সঙ্গে করে নিয়ে যান। তারপর স্মারকটা তৈরি করার পরিকল্পনা হয়েছে। পদকের মতো স্মারকটাও পুরো রুপোর তৈরি। মধ্যিখানটা সোনার। আর মাঝখানে লেখা থাকছে ওঁর নাম, দিবু।”
[আরও পড়ুন: মোদির নিরাপত্তায় গলদ! প্রধানমন্ত্রীর বাসভবনের উপর চক্কর কাটল ড্রোন]
মার্টিনেজের আগমন উপলক্ষে মোহনবাগানে এখন ব্যস্ততা তুঙ্গে। সাজিয়ে গুছিয়ে তোলার কাজ শেষ পর্যায়ে। হাতে আর আছে ৪৮ ঘণ্টারও কম সময়। স্বাভাবিকভাবেই যত সময় গড়াচ্ছে, ততই যেন শেষ তুলির টান চলছে। মূল গেটের সামনে সবুজ-মেরুন জার্সি বিক্রিও অন্যান্য দিনের তুলনায় এদিন একটু বেশিই। সোমবার বিকালে কলকাতায় পা রাখতে চলেছেন মার্টিনেজ। তাঁকে একবার চোখের দেখা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা।
ইতিমধ্যেই মার্টিনেজের বাংলাদেশে পৌঁছে গিয়েছেন। তাঁর বিমানযাত্রার ছবি পরবর্তী সময়ে প্রকাশ করেছে মোহনবাগান তাদের সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে আমস্টারডাম বিমানবন্দরে বন্ধুদের সঙ্গে বসে রয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলকিপার। গায়ে সাদা টি শার্টের সঙ্গে মাথায় কালো টুপি। আর মুখে রয়েছে চিরাচরিত হাসি। শনিবারই মোহনবাগান থেকে কমপ্লিমেন্টারি টিকিট বিলি করা শুরু হয়েছিল মঙ্গলবারের অনুষ্ঠানের। কিন্তু মাত্র দুই ঘণ্টার মধ্যেই সেই টিকিট সব শেষ হয়ে গিয়েছে। আপাতত সোমবার শহরে পা রেখে সন্ধ্যেবেলা হোটেলেই বিশ্রাম নেবেন মার্টিনেজ।