shono
Advertisement

অনন্তনাগে তিনদিন ধরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই

শুক্রবার ভোর থেকে আরওয়ানিতে তীব্র গুলি বিনিময় চলছে দু'পক্ষের মধ্যে৷ The post অনন্তনাগে তিনদিন ধরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই appeared first on Sangbad Pratidin.
Posted: 03:52 PM Dec 09, 2016Updated: 10:31 AM Dec 09, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে গত তিনদিন ধরে চলছে সেনা-জঙ্গি তীব্র গুলির লড়াই৷ শুক্রবার ভোর থেকে অনন্তনাগের আরওয়ানিতে গুলি বিনিময় চলছে দু’পক্ষের মধ্যে৷

Advertisement

বুধবার, উপত্যকার বিস্তীর্ণ এলাকা জুড়ে সেনাবাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে৷ কুলগাম জেলার হুসানপোরায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী যৌথ অভিযান চালায়৷ ওই এলাকায় জঙ্গিরা গা ঢাকা দিয়েছিল বলে জানতে পারে সেনা৷ অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ সেই সময় পাল্টা হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিদের কাছে প্রচুর বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র রয়েছে৷ রয়েছে পর্যাপ্ত খাদ্যের জোগানও, অনুমান সেনাবাহিনীর৷ পর্যাপ্ত রসদ না থাকলে সেনাবাহিনীর ব্যাপক গুলিবর্ষণের মুখে তিনদিন ধরে লড়াই চালিয়ে যেতে পারত না জঙ্গিরা৷

জঙ্গিরা কোনও শীর্ষনেতাকে রক্ষা করতেই ‘কভার ফায়ার’ করছিল বলে আঁচ করতে পারেন সেনাবাহিনীর জওয়ানরা৷ সেইমতো, জঙ্গি নিকেশে অভিযানের তীব্রতা আরও বাড়ানো হয়৷ কোণঠাসা করে ফেলা হয় জঙ্গিদের৷ শেষ পর্যন্ত, অনন্তনাগে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয় লস্কর-ই-তৈবার তিন নেতা রাহিল আমিন, মজিদ জারগার এবং ওয়াসিম আহমেদ। রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান ও জম্মু-কাশ্মীর পুলিশের গুলিতে নিহত হন এক স্থানীয় বাসিন্দাও। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাই ‘অল-অ্যাটাক কমব্যাট মোড’-এ যেতে পারছে না সেনাবাহিনী৷ স্থানীয় জনতাকে সরিয়ে জঙ্গি নিধন অভিযান চলছে৷ এখনও গুলির লড়াই জারি রয়েছে৷

The post অনন্তনাগে তিনদিন ধরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement