shono
Advertisement

Breaking News

কেষ্টপুরে ফ্ল্যাটে রহস্যমৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রর

প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জের? The post কেষ্টপুরে ফ্ল্যাটে রহস্যমৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:52 PM Feb 10, 2017Updated: 07:22 AM Feb 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ৷ বৃহস্পতিবার রাতে কেষ্টপুর এলাকায় ঘটেছে এই ঘটনা৷ মৃত ছাত্রের নাম ইমন দত্ত৷ মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ইমন৷

Advertisement

পণের জন্য পুড়িয়ে হত্যা হাওড়ার গৃহবধূকে

আদতে পুরুলিয়ার বাসিন্দা ইমন৷ কেষ্টপুরের তিন নম্বরে দুই বন্ধুর সঙ্গে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি৷ বন্ধুদের দাবি, ঘটনার সময় তাঁরা কেউই ফ্ল্যাটে ছিলেন না৷ বিকেলে কোনও কাজে বাইরে গিয়েছিলেন৷ সেই সময় নাকি ইমনের ব্যবহারে কোনও অস্বাভাবিকতা ছিল না৷ রাতে ফেরার পর অনেকক্ষণ ইমনের নাম ধরে ডাকাডাকি করা হয়৷ কিন্তু ফ্ল্যাটের ভিতর থেকে কোনও সাড়া মেলেনি৷ তখনই খবর দেওয়া হয় বাগুইআটি থানায়৷ পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে৷ তখনই ইমনের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা৷

মদের আসরে থেঁতলে খুন সিভিক ভলান্টিয়ার

ইমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে৷ আপাতত দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ তবে কেন এই অস্বাভাবিক মৃত্যু৷ তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ তবে পুলিশের অনুমান, প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই চরম পদক্ষেপ নিয়েছেন ইঞ্জিনিয়ারিং ছাত্র৷

তিন তালাক মুসলিম মহিলাদের উপর নির্মমতা, মন্তব্য আরএসএস নেতার

The post কেষ্টপুরে ফ্ল্যাটে রহস্যমৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement