সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটিং অর্ডারের প্রথম তিনজনের খাতাতেই শতরান। পাঁচ নম্বর ব্যাটার সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ৮১ বলে। টেস্ট ম্যাচের একদিনেই উঠেছে ৫০০র বেশি রান! ১১২ বছরের নজির ভেঙে তৈরি হয়েছে নয়া বিশ্বরেকর্ড। সবমিলিয়ে ঘটনাবহুল হয়ে উঠল পাকিস্তান বনাম ইংল্যান্ডের (England vs Pakistan) প্রথম টেস্ট। ম্যাচের প্রথম দিনের অনবদ্য নজির গড়লেন ইংলিশ ব্যাটাররা। প্রসঙ্গত, এই ম্যাচের আগে কার্যত হাসপাতালে পরিণত হয়েছিল ইংল্যান্ড শিবির। সেখান থেকে সেরে উঠে পাক বোলিংকে শেষ করে দিলেন বেন স্টোকসরা।
১৭ বছর পরে পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড। দীর্ঘদিন পরে সেদেশে এসেই অজানা ভাইরাসে আক্রান্ত হন ইংল্যান্ডের একাধিক ক্রিকেটার। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে, প্রথম টেস্ট পিছিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে দুই দেশের ক্রিকেট বোর্ড। সিরিজ শুরুর আগে ট্রফি নিয়ে ফোটোশুটেও আসতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। এহেন পরিস্থিতিতে সুস্থ অবস্থায় ইংল্যান্ড প্রথম একাদশ নামাতে পারবে কিনা, তা নিয়ে সংশয় ছিল।
[আরও পড়ুন: ২৮ পাসের মালা গেঁথেই দুরন্ত গোল, আর্জেন্টিনার মন ভাল করা ফুটবল নিয়ে জোর চর্চা]
তবে বৃহস্পতিবার দেখা যায়, পূর্ণ শক্তির দল নিয়েই নামছেন জো রুটরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোনের টেস্ট অভিষেক হয় এদিন। তারপরেই পাক বোলিংয়ের উপরে রোলার চালাতে শুরু করেন ইংরেজ ব্যাটাররা। ওপেনার জ্যাক ক্রলি আর বেন ডাকেট-দুজনেই শতরান হাঁকান। টেস্ট ম্যাচ খেলতে নেমেও টি-টোয়েনটির মেজাজেই ব্যাট করেছেন তাঁরা। প্রায় একশোর উপর স্ট্রাইক রেট রেখে ইনিংস গড়েন তাঁরা। ওপেনিং জুটিতে ২৩৩ রান ওঠে।
দুই ওপেনার আউট হয়ে গেলেও রানের গতি কমায়নি ইংল্যান্ড। তিন নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকান ওলি পোপ। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি এল হ্যারি ব্রুকের ব্যাট থেকে। দিনের শেষে ৮১ বলে ১০১ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস। সম্মিলিত ব্যাটিং তাণ্ডবে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫০৬। টেস্টে প্রথম দিনের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ছিল ৪৯৪ রানের। ১৯১০ সালে এই রান করেছিল অস্ট্রলিয়া। টেস্টে একদিনে পাঁচশো রান তোলার নজির থাকলেও প্রথমদিনে কখনই এহেন ঘটনার সাক্ষী থাকেনি ক্রিকেট বিশ্ব।