shono
Advertisement

Breaking News

চারহাত এক হল দুই মহিলা ক্রিকেটারের, শুভেচ্ছার বন্যায় ভাসলেন সমকামী দম্পতি

২০১৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন দু'জনই।
Posted: 02:13 PM May 30, 2022Updated: 02:32 PM May 30, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটার হ্যালি জেনসেনের সঙ্গে চারহাত এক হয়েছিল অজি মহিলা ক্রিকেটার নিকোলা হ্যানককের। ফের ক্রিকেটের দুনিয়ায় ধুমধাম করে হল সমকামী বিয়ে। এবার ইংল্যান্ডের দুই মহিলা ক্রিকেটার একে অপরের সঙ্গে জীবনের নয়া ইনিংসে পা রাখলেন।

Advertisement

২০১৭ সালের বিশ্বকাপ (Women’s World Cup 2017) জয়ী ইংল্যান্ড দলের সদস্য ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাট স্কিভার আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। প্রাক্তন ইংলিশ পেসার ইশা গুহ সোশ্যাল মিডিয়ায় দুই তারকার বিয়ের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, “খুব গর্বিত। দু’জনের জন্য রইল অনেক ভালবাসা।” ইশার পাশাপাশি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজ থেকেও ক্যাথরিন ও ন্যাটকে বিয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। ক্যাপশনে লেখা, “এই সপ্তাহেই বিয়ে করলেন ক্যাথরিন এবং ন্যাট। দু’ জনকে অভিনন্দন।”

[আরও পড়ুন: প্রকাশিত হাই মাদ্রাসার ফলাফল, পাশের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর]

সমকামী সম্পর্ক আইনত স্বীকৃতি পেলেও এদেশে এই বিষয়টি নিয়ে এখনও অনেক ছুৎমার্গ রয়ে গিয়েছে। কিন্তু নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ছবিটা তেমন নয়। এ সব দেশে প্রাণ খুলেই স্বাগত জানানো হয় সমকামী বিবাহকে। আর ক্যাথরিন ও ন্যাট তো দুই তারকা ক্রিকেটার। বন্ধুবান্ধব, আত্মীয়দের উপস্থিতিতেই নতুন জীবনে পা রাখলেন তাঁরা বলে খবর।

ইংল্যান্ডের জার্সিতে মোট ১৪টি টেস্ট, ১৪০টি ওয়ানডে এবং ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যাথরিন। মোট ৩১৬টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এদিকে স্কিভার দেশের হয়ে ৭টি টেস্ট, ৮৯টি ওয়ানডে এবং ৯১টি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি বছর বিশ্বকাপেও নজর কেড়েছিলেন তিনি। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৪৮ রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন ন্যাট। মাঠের বাইরেও এবার জুটি বাঁধলেন এই বোলার এবং ব্যাটার।

[আরও পড়ুন: ‘মিষ্টি পাঠাও’, নাইটদের অভিনন্দনের জবাবে বাংলায় টুইট গুজরাটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement