shono
Advertisement

Breaking News

Droupadi Murmu

'এনাফ ইজ এনাফ', আর জি কর কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাষ্ট্রপতি মুর্মু

Published By: Kishore GhoshPosted: 03:13 PM Aug 28, 2024Updated: 04:55 PM Aug 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সরাসরি কোনও নাম না করে বুধবার ক্ষোভে ফেটে পড়ে তিনি বলেন, "এনাফ ইজ এনাফ (যথেষ্ট হয়েছে), মহিলাদের উপর অত্যাচার আর বরদাস্ত নয়।" তরুণী চিকিৎসকের উপর নির্যাতনের ঘটনাকে "ভয়ংকর এবং হতাশাজনক" বলেও উল্লেখ করেন তিনি। মহিলাদের প্রতি সামগ্রিক বিদ্বেষই তাঁদের উপর নৃশংস অত্যাচার কিংবা হত্যার কারণ, মনে করেন রাষ্ট্রপতি। 

Advertisement

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে দ্রৌপদী মুর্মু মহিলাদের সম্পর্কে সামাজিক ধারণা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, অনেকেই মহিলাদের 'কম মানুষ', 'কম শক্তিশালী', 'কম সক্ষম' এবং 'কম বুদ্ধিমান' হিসেবে দেখে থাকে। রাষ্ট্রপতি বলেন, "কোনও সভ্য সমাজ কন্যা-বোনেদের উপর এই ধরনের নৃশংসতা হতে দিতে পারে না... যথেষ্ট হয়েছে।" আরও বলেন, "নির্ভয়ার ঘটনার (২০১২ সালের দিল্লিতে তরুণীকে গণধর্ষণ এবং হত্যার ঘটনা) পর থেকে গত ১২ বছরে অসংখ্য ধর্ষণ সমাজ ভুলে গিয়েছে...। এই 'সার্বিক স্মৃতিভ্রংশ' আসলে একটি ঘৃণ্য বিষয়।" আর জি কর কাণ্ডের মতো মানবিক বিকৃতির বিরুদ্ধে ভারতীয় সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান দেশের সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্রপ্রধান। 

[আরও পড়ুন: ‘এনাফ ইজ এনাফ’, আর জি কর কাণ্ডে এবার ক্ষোভে ফেটে পড়লেন রাষ্ট্রপতি মুর্মু]

নাবালিকা নির্যাতনের কথা বলে মহারাষ্ট্রের বদলাপুরের সাম্প্রতিক ঘটনার দিকেও ইঙ্গিত করেছেন রাষ্ট্রপতি মুর্মু। তিনি মন্তব্য করেন, "এমনকী পড়ুয়া, চিকিৎসক এবং নাগরিকরা যখন কলকাতায় বিক্ষোভ করছিলেন, সেই সময় অপরাধীরা দেশের অন্যত্র তাণ্ডব চালিয়েছে। নাবালিকারাও তাদের শিকার হয়েছে।" 

 

[আরও পড়ুন: মুসলিম ঘেঁষা নামে ‘কাঁচি’! রাতারাতি ৮ স্টেশনের নাম বদল যোগীরাজ্যে]

আর জি কর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে X হ্যান্ডেলে পালটা মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "RGKor নিয়ে রাষ্ট্রপতির কথা শুনলাম। তাঁকে সম্মান করি।" এরপর দেশের বিভিন্ন প্রান্তের নারী নিগ্রহের কথা মনে করিয়ে কুণাল লেখেন, "উন্নাও, হাথরাস, বিলকিস, মণিপুরের সময় বুক কেঁপে ওঠেনি মাননীয়া? ওড়িশা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড দেখতে পেলেন না? সাক্ষী মালিকদের মতো সোনার মেয়েদের প্রতিবাদের সময় আপনি চুপ করেছিলেন কেন? বিজেপির বিরুদ্ধে বলতে কষ্ট হয়?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংবাদসংস্থা পিটিআই দেওয়া সাক্ষাৎকারে দ্রৌপদী মুর্মু মহিলাদের সম্পর্ক সামাজিক ধারণা নিয়েও প্রশ্ন তোলেন।
  • তাঁর বক্তব্য, অনেকেই মহিলাদের 'কম মানুষ', 'কম শক্তিশালী', 'কম সক্ষম' এবং 'কম বুদ্ধিমান' হিসেবে দেখে থাকে।
Advertisement