shono
Advertisement

PM-CARES তহবিলে ২৫ কোটি টাকা দান অক্ষয়ের, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল

বাকিদেরও সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বলিউড সুপারস্টার। The post PM-CARES তহবিলে ২৫ কোটি টাকা দান অক্ষয়ের, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:42 PM Mar 28, 2020Updated: 01:06 AM Mar 29, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় একজোট গোটা দেশ। যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতেই হবে। এই মনোভাব নিয়েই লড়াই করছেন সকলে। কেউ আর্থিক অনুদান দিয়ে সরকারের পাশে দাঁড়াচ্ছেন তো কেউ মাস্ক-স্যানিটাইজার দিয়ে সাহায্য করছেন। তবে এই মুহূর্তে দেশসেবার দিক থেকে বাকি সবাইকে কার্যত পিছনেই ফেলে দিলেন অক্ষয় কুমার। তাঁর দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলা নিন্দুকদের মুখ বন্ধ করে প্রধানমন্ত্রীর নতুন ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা দিলেন বলিউডের খিলাড়ি কুমার।

Advertisement

করোনা যুদ্ধে জয়ী হতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে তা সামাল দিতে আরও অর্থের প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় দাঁড়িয়ে শনিবার নতুন একটি তহবিল গঠনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নাগরিক সহায়তা ও জরুরি পরিস্থিতিকালীন ত্রাণ (PM-CARES) নামে ওই তহবিলে দেশের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান মোদি। আর এই ঘোষণার পরই তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দেন বলিউড অভিনেতা অক্ষয়।

[আরও পড়ুন: লোকগীতি চুরির অভিযোগ বাদশার বিরুদ্ধে, আড়ালেই রয়ে গেলেন স্রষ্টা রতন কাহার]

গত কয়েকদিন ধরেই বিভিন্ন ভিডিও বার্তায় জনসাধারণকে সচেতন করার চেষ্টা চালিয়ে যেতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। এমন পরিস্থিতিতে মানুষ যাতে বাড়ির বাইরে না বেরোয়, সেই অনুরোধও বারবার করেছেন। আর এদিন আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে অন্যকেও সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আক্কি। টুইটারে অভিনেতা লেখেন, “এই মুহূর্তে একটাই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হল মানুষের জীবন। যেভাবেই হোক সকলকে রক্ষা করতে হবে। আমি আমার সঞ্চয় থেকে ২৫ কোটি টাকা নরেন্দ্র মোদিজির PM-CARES তহবিলে দান করছি। আসুন, আমরা প্রতিটি প্রাণকে রক্ষা করার চেষ্টা করি। এই কাজে যেন কোনও ফাঁক না থাকে। মানুষ থাকলেই দুনিয়া থাকবে।”

এমন ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছেন অক্ষয়। যেখানে দেশের শয়ে শয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, ২০জনেরও বেশি প্রাণ হারিয়েছেন, সেখানে স্বামীর এই পদক্ষেপে গর্বিত স্ত্রী টুইঙ্কল খান্নাও। টুইট করে অক্ষয়ের প্রশংসাও করলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: রাজপরিবার ছেড়ে স্টুডিওপাড়ায়, পুরনো পেশায় ফিরছেন মেগান]

The post PM-CARES তহবিলে ২৫ কোটি টাকা দান অক্ষয়ের, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement