shono
Advertisement

হাসপাতালে ভর্তি শেহনাজ গিল, হঠাৎ কী হল অভিনেত্রীর?

হাসপাতালে শুয়েই সোশাল মিডিয়ায় লাইভ করলেন শেহনাজ।
Posted: 01:13 PM Oct 10, 2023Updated: 01:13 PM Oct 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। সোমবার রাতে সোশাল মিডিয়ায় লাইভ করে অনুরাগীদের এই খবর দেন শেহনাজ নিজেই। শেহনাজ জানান, খাবারের সংক্রমণের ফলেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়া মাত্রই হাসপাতালে ভর্তি করা হয় শেহনাজকে। শেহনাজের অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন রিয়া কাপুর। সোশাল মিডিয়াতেই কুশল কামনা করেছেন অনিল কাপুর।

Advertisement

সোশাল মিডিয়ায় লাইভে এসে শেহনাজ বলেন, ”আমি বাইরে থেকে একটি স্যান্ডউইচ খাই। তা থেকেই এই অবস্থা। আপনাদের সকলকেও বলব বাইরের খাবার এড়িয়ে চলুন।”

সম্প্রতি মুক্তি পেয়েছে শেহনাজ গিলের ছবি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’। ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

[আরও পড়ুন: গোপনে মা হলেন বিদ্যা বালন! মেয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী]

প্রসঙ্গত, বিগ বস থেকেই বন্ধুত্ব ও প্রেম শুরু সিদ্ধার্থ ও শেহনাজের। এই রিয়্য়ালিটি শোয়ে সিদ্ধার্থ ও শেহনাজের কেমেস্ট্রি মন জয় করেছিল দর্শকদেরও। দুজনে বিয়েও করবেন ঠিকও করেছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। তবে সব স্বপ্ন ভেঙে চুরমার যায় ২ সেপ্টেম্বর। আচমকা সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। কাছের মানুষের মৃত্যুর পর থেকেই নিজেকে সবার আড়ালে নিয়ে গিয়েছিলেন শেহনাজ। তবে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে শুটিংয়ে ফেরেন।

[আরও পড়ুন: দুরন্ত গতি, তীক্ষ্ণ চাহনি আর অদম্য জেদ, ‘বাঘা যতীন’-এর ট্রেলারে দুর্ধর্ষ দেব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement