সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর পাঁচটি ফ্লপ ছবি উপহার দেওয়ার পর এবার শেষমেশ বক্সঅফিসে মাথা চাড়া দিয়ে উঠলেন অক্ষয় কুমার। লাগাতার ফ্লপের জেরে কম সমালোচনা, কটাক্ষের মুখে পড়তে হয়নি বলিউড খিলাড়িকে। তবে এবার সেই ফ্লপের পাহাড় থেকেই ফিনিক্স পাখি হয়ে উঠে দাঁড়ালেন অক্ষয় কুমার। কারণ বক্সঅফিস রিপোর্ট বলছে, ‘OMG 2’ ইতিমধ্যেই ১০০ কোটির দুয়ারে।
১ সপ্তাহ যেতে না যেতেই দুর্দান্ত রেজাল্ট অক্ষয় কুমারের ‘OMG 2’র। যা বিগত দু’বছরে করে দেখাতে পারেননি অভিনেতা! বিগবাজেট ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘বেলবটম’-এর মতো সিনেমাগুলো মুখ থুবড়ে পড়েছে বক্সঅফিসে। অবশেষে অক্ষয়ের কপালে শিকে ছিঁড়ল ‘OMG 2’। মাত্র ৫ দিনেই ৭৩.৬৭ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। আর এবার একশো কোটির দুয়ারে যেতেই বুধবার মুম্বইয়ের সমস্ত প্রেক্ষাগৃহের মালিকদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন অক্ষয় কুমার।
সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের মালিকদেরও আমন্ত্রণ জানিয়েছেন বলিউড সুপারস্টার। উল্লেখ্য, গদর ২র সঙ্গে পাল্লা দিতে না পারলেও বক্সঅফিসে কিন্তু ইতিমধ্যেই আশার আলো দেখেছে ‘OMG 2’। বক্সঅফিসের পাঁচ দিনের মার্কশিটে সেই নম্বরই তার প্রমাণ।
[আরও পড়ুন: স্বাধীনতা দিবসেই ঘুচল ‘কানাডা কুমার’ তকমা, ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়]
জানা গিয়েছে, ‘OMG 2’র এমন সাফল্য দেখেই খুশিতে ডগমগ বলিউড খিলাড়ি। আর এই সাফল্যের আনন্দ সমস্ত হল মালিকদের সঙ্গে ভাগ করে নিতে চান অক্ষয়। কারণ, অতিমারীকালে বিনোদন জগৎ থেকে একমাত্র তাঁরাই ভয়ংকরভাবে লোকসানের মুখে পড়েছিলেন। প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় আয়ের উৎসও বন্ধ ছিল। তাছাড়া, আংশিক লকডাউনে প্রেক্ষাগৃহের দরজার তালা খুললেও রক্ষণাবেক্ষণের খরচের অধিকাংশই তাঁদের পকেট থেকে দিতে হয়েছে। আর ঠিক সেইজন্যই ‘OMG 2’র সাফল্যের খুশি তাঁদের সঙ্গে ভাগ করে নিতে চান অক্ষয় কুমার।