shono
Advertisement

‘ভার্চুয়াল ডেট’ থেকে আয় করা টাকায় ৩০০ দুস্থ পরিবারকে খাওয়াবেন অর্জুন কাপুর

গিভ ইন্ডিয়া এবং ফ্যান কাইন্ড অফিশিয়াল নামে দুই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা। The post ‘ভার্চুয়াল ডেট’ থেকে আয় করা টাকায় ৩০০ দুস্থ পরিবারকে খাওয়াবেন অর্জুন কাপুর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:41 PM Apr 17, 2020Updated: 01:41 PM Apr 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে টাকা দিলেই অর্জুন কাপুরের সঙ্গে ভার্চুয়াল ডেটে যেতে পারেন। আর সেই তহবিলে দেওয়া অনুদান সোজাসুজি দুস্থদের পেট ভরানোর কাজে লাগানো হবে বলে জানিয়েছিলেন অভিনেতা। কথা রাখলেন তিনি। তা অর্জুনের এই ভার্চুয়াল ডেটের অভিনব পন্থা থেকে কত টাকা জোগাড় হল তহবিলে? জানালেন বলিউড অভিনেতা নিজেই। যা টাকা উঠেছে, তাতে অনায়াসে আগামী ১ মাসের জন্য ৩০০ দুস্থ পরিবারকে খাওয়ানো যাবে বলে জানিয়েছেন বলিউড অভিনেতা।  

Advertisement

দিন কয়েক আগেই ভক্তদের কাছে প্রস্তাব রেখেছিলেন যে তাঁর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে নৈশভোজ সারতে হলে, দুটি বিশেষ সংস্থার ত্রাণ তহবিলে দান করতে হবে। যাঁরা অনুদান দেবেন, সেরকম ৫ জনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। প্রতিশ্রুতিমতো করলেনও তাই অর্জুন কাপুর। সম্প্রতি, সেই ভার্চুয়াল ডেটের এক ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভার্চুয়াল ডেটের মাঝেই অর্জুনের বোন অনসূলাকে দেখা গেল সবাইকে অভিনন্দন জানাতে। সেই ৫ জন বিজেতার মধ্যে একজনকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন অভিনেতা। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সে সকল ব্যক্তিকে, যাঁরা তাঁর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন শুধুমাত্র দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্যে। ৫ জন বিজেতার থেকে সবমিলিয়ে তাঁদের তহবিলে ৫ লক্ষ টাকা উঠেছে, বলে জানিয়েছেন অর্জুন।

[আরও পড়ুন: লকডাউনের একঘেয়ে জীবনে তড়কার স্বাদ নিয়ে এল ‘হিং’, অভিনয়ে মানালী-অপরাজিতা]

প্রসঙ্গত, গিভ ইন্ডিয়া এবং ফ্যান কাইন্ড অফিশিয়াল নামে দুই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অর্জুন। কারণ, এই দুই সংস্থার তরফে দিনমজুরদের আর্থিক সাহায্য কিংবা রেশন বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাদের এই মানবিক উদ্যোগেই শামিল হয়েছেন অর্জুন। অর্জুন বলেন, “করোনা ভাইরাস এমন সংকটজনক পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যে আমাদের চারপাশের দিন আনি দিন খাই মানুষগুলোকে নিদারুন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। সে আপনার প্রিয় চাটওয়ালা ভাই-ই হোক কিংবা ধোপা, কুলি, রিকশাচালক, ড্রাইভার-এঁরা সবাই সংকটের মধ্যে রয়েছে। আর এই তহবিলের টাকা তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই ব্যয় হবে।”   

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

It was great chatting with you all @dishanaik10 @himanshubindal1 @realchhavi @tyneeneety @purvi_goyal @give_india @fankindofficial @anshulakapoor

A post shared by Arjun Kapoor (@arjunkapoor) on

[আরও পড়ুন: বিতর্কিত পোস্টের জের, সাসপেন্ড করা হল কঙ্গনার বোন রঙ্গোলির টুইটার অ্যাকাউন্ট]

The post ‘ভার্চুয়াল ডেট’ থেকে আয় করা টাকায় ৩০০ দুস্থ পরিবারকে খাওয়াবেন অর্জুন কাপুর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement