সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈশাখেই হাঁসফাঁস দশা। ঘর থেকে বেরতে না বেরতেই নাভিশ্বাস উঠছে সকলের। একই দশা বাড়ির পোষ্য সারমেয়দেরও। দিনভর এসিতে থাকলেও বাইরে তো বেরতেই হচ্ছে চারপেয়েদের। তাতেই অসুস্থ হয়ে পড়ছে অনেকে। খাবারে অনীহা-সহ নানারকম উপসর্গ দেখা দিচ্ছে। এই গরমে চাঙ্গা থাকলে পোষ্যদের প্রয়োজন বিশেষ যত্ন। কোন কোন নিয়ম মেনে চলবেন? রইল টিপস।
১. প্রতিদিনই নিয়ম মেনে পোষ্য সারমেয়দের হাঁটতে নিয়ে বেরন মালিকেরা। কিন্তু ভুলেও চড়া রোদে নয়। রোদের পাশাপাশি ভূগর্স্থ তাপের কথাও মাথায় রাখতে হবে। পায়ের নিচে তাপ লাগলে ক্ষতিগ্রস্ত হয় থাম্বপ্য়াড। তাই রোদ ওঠার আগে বা সন্ধ্যার দিকে হাঁটতে বেরন।
২.দীর্ঘক্ষণ পার্কিংয়ে রাখা গাড়িতে ভুলেও পোষ্যকে তুলবেন না। আচমকা বন্ধ ও তপ্ত জায়গায় হিটস্ট্রোকের সম্ভাবনা। হতে পারে মৃত্যুও।
৩. অনেকেই মনে করেন পশম পুরোপুরি কেটে ফেললে গরমে স্বস্তি পায় সারমেয়রা। কিন্তু এই ধারনা একেবারে ভুল। পশম তাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই খুব প্রয়োজনে পশম ছোট করে দিতে পারেন। কিন্তু ভুলেও পুরোপুরি কাটবেন না।
৪. শরীর ঠাণ্ডা রাখে এমন জিনিস ব্যবহার করুন।
৫. গরমে স্নান করলেই পোষ্যের আরাম লাগে, এই ধারণা একেবারে ভুল। তাই প্রয়োজন ছাড়া স্নান করাবেন না। নিয়মিত স্নান করালে বমি, ক্লান্তিভাব দেখা দিতে পারে। চামড়ার সমস্যার সম্ভাবনাও প্রবল। তাই নির্দিষ্ট সময় অন্তর স্না করাবেন। অবশ্যই কুকুরদের শ্যাম্পু ব্যবহার করবেন।
৬. চিকিৎসকদের সঙ্গে কথা বলে গরমের জন্য নির্দিষ্ট ডায়েট চার্ট তৈরি করুন। যাতে খাবার থেকে পোষ্যের শরীর গরম না হয়ে যায়।
** পথকুকুরদের ক্ষেত্রে সর্বদা এত নিয়ম পালন সম্ভব না হলেও চেষ্টা করবেন হালকা খাবার দিতে। প্রত্যেকে বাড়ির বাইরে পরিষ্কার জল রাখুন।
