shono
Advertisement

এক ফোনেই বদলে গেল জীবন! মুক্তি পেল সোহম-ঋত্বিকার ‘মিস কল’ছবির ট্রেলার

দেখুন ভিডিও।
Posted: 07:08 PM Feb 07, 2021Updated: 07:08 PM Feb 07, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে কৃষ্ণ। মদ্যপ বাবা কোনও কাজ করে না। সুতরাং সংসারের যাবতীয় দায়িত্ব তারই। দিনরাত পুলকার চালিয়ে কোনওমতে সংসার চালায় কৃষ্ণ। এমন পরিস্থিতিতেই তার জীবনে আসে লীলা। মিস কলের মাধ্যমে দু’জনের পরিচয় হয়। কিন্তু চোখের দেখা নয়, শুধুই ফোনের আলাপচারিতা। লীলার সঙ্গে কথা বলা কৃষ্ণর অভ্যাসে পরিণত। দিনের ওইটুকু সময় সমস্ত যন্ত্রণা ভুলে থাকে সে। বেশিদিন স্থায়ী হয় না এই সুখ। আচমকা সবকিছু পালটে যায় লীলার অপহরণে। যার জন্য কৃষ্ণকে সন্দেহ করতে থাকে পুলিশ। কীভাবে নিজেকে বাঁচাবে কৃষ্ণ। এই প্রশ্নের উত্তর মিলবে ২৬ ফেব্রুয়ারি। ওই দিনই সিনেমা হলে মুক্তি পাবে সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এবং ঋত্বিকা সেন (Rittika Sen) অভিনীত ‘মিস কল’। রবিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

Advertisement

[আরও পড়ুন: Man vs Wild: ‘ওঁর পায়ে জল লাগতে দিতে চাইনি’, মোদির সঙ্গে মুহূর্ত শেয়ার করলেন বেয়ার গ্রিলস]

ট্রেলার দেখে যেটুকু আন্দাজ করা যাচ্ছে, তাতে প্রেমের কাহিনির মধ্যে সাসপেন্সের ফোড়ন মিশিয়েছেন পরিচালক রবি কিনাগী (Ravi Kinagi)। কৃষ্ণ ও লীলার চরিত্রে সোহম ও ঋত্বিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুপ্রিয় দত্ত, স্বাগতা বসু, রেশমি সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, প্রদীপ ধর, শুচিস্মিতার মতো শিল্পীরা। সংগীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন স্যাভি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এন কে সলিল। সিনেমাটোগ্রাফার মুরলী ওয়াই কৃষ্ণা। কলকাতা ও তার আশেপাশের এলাকাতেই হয়েছে ছবির শুটিং। এর আগে রবি কিনাগির পরিচালনায় বেশিরভাগ কমেডি ছবিতে অভিনয় করেছেন সোহম। এবারে ভিন্ন গল্পে কাজ করতে পেরে খুশি সোহম। শুটিংয়ের সময়ই জানিয়েছিলেন সেকথা। রবি কিনাগীর সঙ্গে কাজ করতে পেরে অভিভূত নায়িকা ঋত্বিকাও।

[আরও পড়ুন: গৃহমন্ত্রকের দায়িত্বে ‘শ্রীমতী’, ঘর সামলানোর পাসওয়ার্ড জানাবেন স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement