shono
Advertisement

‘ও অনেক কিছু করছে’, মুর্শিদাবাদে গিয়ে অরিজিৎকে ‘গুড বয়’ সার্টিফিকেট দিদি মমতার

মুর্শিদাবাদে গিয়েই ভূমিপুত্রের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী।
Posted: 08:18 PM Jan 31, 2024Updated: 08:18 PM Jan 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মালদা সফর সেরে মুর্শিদাবাদে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানকার মাটিতে পা রেখেই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের (Arijit Singh) প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। দিদির তরফে ‘গুড বয়’ সার্টিফিকেটও পেলেন গায়ক।

Advertisement

গতবছর মে মাসে আশ্বাস দিয়েছিলেন যে, সমাজকল্যাণমূলক কাজে অরিজিৎ সিংয়ের পাশে থাকবেন। বুধবার মুর্শিদাবাদে গিয়ে সেই প্রতিশ্রুতিপূরণের কথাই বললেন মুখ্যমন্ত্রী। মমতার মন্তব্য, “অরিজিৎ খুব ভালো গান গায়। ওঁকে জঙ্গীপুরের জমি অ্যাপ্রুভ করে দিয়েছি। কারণ, অরিজিৎ ওখানে অনেক বড় স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা ওঁকে আগাম অভিনন্দন জানাচ্ছি।” এই জঙ্গিপুরের জমিতেই অরিজিৎ সিং একটি হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। পাশাপাশি স্বল্প খরচে পড়ার জন্য একটি স্কুল তৈরির কথাও বলেছিলেন গায়ক। আর অরিজিতের সেই স্বপ্নপূরণেই পাশে দাঁড়ালেন ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: মোদির জন্যই ভেস্তে গেল রকুলপ্রীত-জ্যাকির বিয়ের প্ল্যান? ৬ মাসের প্রস্তুতি বিশ বাঁও জলে!]

গতবছর ২৮তম কলকাতা আন্তর্জাতিক অনুষ্ঠানে ‘রং দে তু মোহে গেরুয়া’ গান গেয়েছিলেন অরিজিৎ। অনেকেই সেটাকে হাতিয়ার করে রাজনৈতিক অভিসন্ধি বলে দাগিয়ে দেন! এরপর গায়কের ইকোপার্কের কনসার্ট বাতিল হয়ে যায়। সেই বিতর্কে যেন আরও ঘৃতাহূতি পড়ে। তবে, গত মে মাসে অরিজিতের স্বপ্নপূরণের জন্য পাশে থাকার আশ্বাস দেন মমতা। ওয়াকিবহল মহল, তখনই বলেছিলেন মান-অভিমানের পারদ সম্ভবত পড়ে গিয়েছে। এরপর সাম্প্রতিক কলকাতা আন্তর্জাতিক অনুষ্ঠানের থিম সং গেয়েছেন অরিজিৎ সিংই। তাও আবার মমতার ভাবনায়। এবার মুর্শিদাবাদে গিয়ে সেখানকার ভূমিপুত্রের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

[আরও পড়ুন: তিরুপতি চত্বরে শুটিং করতে গিয়ে বিপত্তি! মাশুলও গুনতে হল ধনুষকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement