shono
Advertisement
Coldplay

মিউজিক ট্যুরে সর্বকালের সর্বাধিক দর্শক, ভার‍ত সফরে এসে ইতিহাস কোল্ড প্লের

টেলর সুইফটের রেকর্ড ভেঙে দিল ব্রিটিশ ব্যান্ড।
Published By: Anwesha AdhikaryPosted: 10:10 AM Jan 31, 2025Updated: 03:09 PM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক হল কোল্ড প্লের কনসার্টে। তাদের ওয়ার্ল্ড ট্যুর শেষ হতে আট মাস এখনও বাকি। তার আগেই বিশ্ব রেকর্ড গড়ে ফেলল ব্রিটিশ রক ব্যান্ডটি। চলতি মাসেই মুম্বই এবং আহমেদাবাদে সবমিলিয়ে পাঁচটি শো করেছেন ক্রিস মার্টিনরা। তার পরেই গিনেস বুকে নাম লেখাল কোল্ড প্লে।

Advertisement

কোনও একটি ওয়ার্ল্ড ট্যুরে সবচেয়ে বেশি দর্শক হওয়ার নজির এতদিন ছিল টেলর সুইফটের দখলে। মার্কিন গায়িকার দ্য এরাস ট্যুরে সবচেয়ে বেশি দর্শক হয়েছিল। কিন্তু সেই নজির ভেঙে দিল কোল্ডপ্লের মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ট্যুর। বৃহস্পতিবার গিনেস বুক অফ ওয়ার্ল্ডের তরফে জানানো হয়, মিউজিক ট্যুরের নিরিখে ইতিহাস গড়েছে ব্রিটিশ রক ব্যান্ড। এই প্রথমবার কোনও কোনও মিউজিক ট্যুরে এতবেশি দর্শক হয়েছে। নতুন নজির গড়া কোল্ড প্লেকে শুভেচ্ছাও জানানো হয়েছে গিনেসের তরফ থেকে।

গত ২৬ জানুয়ারি নিজেদের বৃহত্তম কনসার্টের রেকর্ড গড়েছিলেন ক্রিস মার্টিনরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লক্ষ ৩৪ হাজার দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। তবে বৃহত্তম কনসার্টের নজির গড়তে পারেনি ব্রিটিশ ব্যান্ডটি। ২ লক্ষ ২৫ হাজার দর্শক হয়েছিল ইটালির মডেনা পার্কে, ইটালীয় গায়ক ভাস্কো রোসির। ২০১৭ সালের সেই নজির আজও অমলিন।

উল্লেখ্য, কোল্ডপ্লে-র ওয়ার্ল্ড ট্যুরে ভারতে একটিমাত্র কনসার্ট করার কথা ছিল। যদিও ভক্তদের চাপে মুম্বই এবং আহমেদাবাদ মিলিয়ে মোট পাঁচটি অনুষ্ঠান করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড। সবকটি অনুষ্ঠানে ছিল উপচে পড়ে ভিড়। এমনকী টিকিটের কালো বাজারির অভিযোগ ওঠে। ‘কোল্ড প্লে’-র মূল শিল্পী ক্রিস মার্টিন মুগ্ধ করেন তাঁর ব্যবহারে। এমনকী অনুষ্ঠানের মাঝে তিনি হিন্দি, মারাঠি এবং গুজরাটি ভাষায় কথা বলেন। ভারতের একাধিক তারকাও হাজির ছিলেন কোল্ড প্লের কনসার্ট দেখতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কোনও একটি ওয়ার্ল্ড ট্যুরে সবচেয়ে বেশি দর্শক হওয়ার নজির এতদিন ছিল টেলর সুইফটের দখলে।
  • গত ২৬ জানুয়ারি নিজেদের বৃহত্তম কনসার্টের রেকর্ড গড়েছিলেন ক্রিস মার্টিনরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লক্ষ ৩৪ হাজার দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে।
  • কোল্ড প্লে-র ওয়ার্ল্ড ট্যুরে ভারতে একটিমাত্র কনসার্ট করার কথা ছিল। যদিও ভক্তদের চাপে মুম্বই এবং আহমেদাবাদ মিলিয়ে মোট পাঁচটি অনুষ্ঠান করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড।
Advertisement