সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়ল মণিরত্নমের নতুন ছবি ‘পোন্নিয়্যান সেলভান’ (Ponniyin Selvan)। ছবির টিজার দেখার পর মণিরত্নম (Mani Ratnam) ও এই ছবির অভিনেতা চিয়ান বিক্রমের বিরুদ্ধে আদালতে নোটিস জারি করা হল। সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সেলভান নামের এক আইনজীবী এই অভিযোগ করে আদালতে জানিয়েছেন, ছবিতে ইতিহাসের ভুল ব্যাখ্যা করা হচ্ছে এবং চোল রাজবংশের ঐতিহ্য ও মর্যাদাকে ভুল ভাবে ছবিতে দেখান হচ্ছে।
এই আইনজীবীর বক্তব্য অনুয়ায়ী, ছবিতে অনেক দৃশ্যই ভুলভাবে দেখানো হয়েছে। চোল সম্প্রদ্বায়ের অন্তর্ভুক্ত হয়েও আদিত্য কারিকালানের কপালে তিলক দেখা যায়নি। এই ধরনের দৃশ্য চোল বংশকে অসম্মানিত করে।
[আরও পড়ুন: ‘বাংলা সিনেমার নয়, নিজের মাথায় ছাতা ধরছি!’ ‘শ্রীমতী’ ছবির প্রচারে ফের সরব স্বস্তিকা]
শুধু তাই নয়, আদালতকে আইনজীবী জানিয়েছেন, ”সারা দেশে ছবিটি মুক্তির আগে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে পরিচালক ও প্রযোজক সংস্থাকে। দেখা হবে ছবিতে ইতিহাসের ভুল ব্যাখ্যা হয়েছে কিনা। এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে ছবির নির্মাতাদের।” তবে এই আইনজীবী ছবি নিয়ে প্রশ্ন তুললেও, এ ব্যাপারে মুখ খোলেননি পরিচালক মণিরত্নম ও অভিনেতা বিক্রম।
অন্যদিকে খবরে এসেছে, পরিচালক মণিরত্নম করোনায় আক্রান্ত হয়েছেন। চেন্নাইয়ের এক হাসপাতালে ভরতি রয়েছেন পরিচালক।
প্রায় ৩ বছর পর এই ছবি দিয়েই বড়পর্দায় ফিরতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। মণিরত্নম বরাবরই ঐশ্বর্যের প্রিয় পরিচালক। পরিচালকের বহু ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। ‘ইরুভার’ থেকে শুরু করে ‘গুরু’, ‘রাবণ’, আর এবার ‘পোন্নিয়্যান সেলভান’।
এই ছবিতে ঐশ্বর্যকে দেখা যাবে দ্বৈত ভূমিকায়। যার মধ্যে একটি চরিত্রের নাম নন্দিনী। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে ‘পোন্নিয়্যান সেলভান’ ছবিটি তৈরি করেছেন মণিরত্নম। এই উপন্যাসের কাহিনি চোল বংশের অরুলমোজি বর্মনের সময়কার। পেজুভুরের রানি নন্দিনীর মা মন্দাকিনীর চরিত্রেও অভিনয় করেছেন ঐশ্বর্য। প্রাক্তন বিশ্বসুন্দরী ছাড়াও ছবিতে দেখা যাবে বিক্রম, জয়রাম রবি, কার্তি, তৃষা, শোভিতা ধূলিপালার মতো তারকাদের। ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সিনেমা হলে মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন ঐশ্বর্য। ক্যাপশনে তিনি লিখেছেন, ”স্বর্ণালী যুগের কাহিনি সিনেমার পর্দায় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর।”