সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা বলে কি কোনও অধিকার থাকতে নেই? অবশ্যই আছে। অনিল কাপুরকে (Anil Kapoor) এমনটাই জানিয়ে দিল হাই কোর্ট। বিনা অনুমতিতে আর অভিনেতার ছবি, কণ্ঠ, নাম বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। অভিনেতার আবেদনের ভিত্তিতেই এমনই নির্দেশ আদালতের।
ভারচুয়াল বিপ্লবের যুগে তারকাদেরও সোশাল মিডিয়ায় সক্রিয় থাকতে হয়। আবার ব্যাঙের ছাতার মতো তাঁদের ভুয়ো প্রোফাইলও গড়ে ওঠে। নামের পাশাপাশি কণ্ঠস্বর, ছবি, ভিডিও ব্যবহার করা হয়। এতেই আপত্তি অনিল কাপুরের। বিনা অনুমতিতে যাতে তাঁর নাম, কণ্ঠ, ছবি ব্যবহার না করা হয় এই আবেদন তিনি দিল্লি হাই কোর্টে জানিয়েছিলেন। যা মেনেও নেওয়া হয়েছে।
[আরও পড়ুন: নাবালিকা নিগ্রহের মামলায় বড়সড় স্বস্তি নওয়াজের, অভিনেতার স্ত্রীকে সমন আদালতের]
সংবাদ সংস্থা এএনআইয়ে প্রকাশিত খবর অনুযায়ী, অনিল কাপুরের অনুমতি ছাড়া তাঁর নাম, কণ্ঠ, ছবি বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা যাবে না। ইতিমধ্যেই যে যে সাইটে এমন কিছু ব্যবহার করা হচ্ছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে বিগ বি অমিতাভ বচ্চন এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিগ বির আইনজীবীর তরফ থেকে হাই কোর্টে আবেদন করা হয়, অমিতাভের নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, সারা বিশ্বেই যাতে কেউ এই ধরনের মাধ্যমকে নিজের বলে ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়।