সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলা হয়, ধ্যানরত শিবের ঘাম থেকে জ্বরাসুরের জন্ম। কী তাঁর শক্তি? দুরারোগ্য রোগের প্রকোপ। এই রোগের প্রতিকার করতেই আসছে ‘মঙ্গলময়ী মা শীতলা’ (Mongolmoyee Maa Sheetala)। খুব শিগগিরিই সান বাংলা চ্যানেলে দেখা যাবে নতুন এই ধারাবাহিক। প্রকাশ্যে এল মুখ্য চরিত্রদের নাম ও লুক।
সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নতুন এই সিরিয়াল পরিচালনা করছেন শুভেন্দু চক্রবর্তী। ধারাবাহিকে দেবী শীতলার শিশুরূপ দেখা যাবে। আর সেই চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী শুভশ্রী চক্রবর্তী। জ্বরাসুরের ভূমিকায় দেখা যাবে অভিনেতা গৌরব মণ্ডলকে। আর দেবী মহামায়ার চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। মহাদেবের ভূমিকায় সৌগত বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: ‘পদ্মভূষণ’ মিঠুনের সঙ্গে দেখা সোহমের, কী করতে চলেছেন দুজন?]
ধারাবাহিকের কাহিনি অনুযায়ী, জ্বরাসুরের প্রকোপে সারা বিশ্বের ভারসাম্য বিপন্ন। এমন পরিস্থিতিতে আদিশক্তি মহামায়ার স্মরণাপন্ন হন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। দেবী তখন মহায্জ্ঞ দ্বারা শীতলা রূপে আবির্ভূত হন। তার দেখভালের জন্য মহাদেব নিজের দুই ভক্ত পুষ্পদন্ত ও পদ্মাবতীকে পাঠান। শ্বশুরমশাইয়ের সিদ্ধান্তে গন্ধর্বপুরের রাজা হয়ে যান পুষ্পদন্ত। কারণ পুষ্পদন্ত শ্বশুর নিজের বিশেষভাবে সক্ষম ছেলে চন্দ্রকান্তকে রাজত্ব দিতে চাননি।
রাজ্য না পেয়ে ক্ষুব্ধ হয় চন্দ্রকান্ত ও তার স্ত্রী রত্নালেখা। শীতলাকেই নিজেদের শত্রু মনে করেন তাঁরা। এদিকে জ্বরাসুর শীতলার জন্মের কারণ টের পেয়ে যায়। এবার কী হবে? প্রশ্নের উত্তর পেতে গেলে দেখতে হবে সান বাংলার ‘মঙ্গলময়ী মা শীতলা’। ধারাবাহিকে পুষ্পদন্ত ও পদ্মাবতীর চরিত্রে অভিনয় করছেন চন্দ্রনীভ মুখোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকান্ত হয়েছেন অভিজিৎ সরকার। রত্নাবলীর চরিত্রে দেখা যাবে সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন রুণা বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সোমা বন্দ্যোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, শুভজিৎ বন্দ্যোপাধ্যা ও রূপম মণ্ডল।
[আরও পড়ুন: জেলের ভিতরে নাচ ‘কার কাছে কই মনের কথা’র শিমুলের, হাসির খোরাক ভিডিও]