shono
Advertisement

Breaking News

Diljit Dosanjh

‘সর্দারজি ৩’ ছবিতে নিষেধাজ্ঞার কোপ! সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট দিলজিৎ দোসাঞ্ঝের

কী লিখেছেন অভিনেতা?
Published By: Tiyasha SarkarPosted: 10:06 AM Jun 24, 2025Updated: 11:32 AM Jun 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেও ভারতীয় ভাবাবেগে আঘাত দিয়ে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি করে বিপাকে পড়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। এসবের মাঝেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করলেন অভিনেতা। লিখলেন, 'মুক্তির আগেই সেন্সরড!'

Advertisement

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ ‘কুম্ভীরাশ্রু’ বলেও কটাক্ষ করেছে। শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনও শিল্পীকেই ভারতের চৌকাঠ পেরতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। এমন আবহে পাক সুন্দরী হানিয়া আমিরের সঙ্গে ছবি মানতে পারছেন না নেটিজেনরা। যেন তেলেবেগুনে জ্বলে উঠেছে গোটা নেটপাড়া। যার আঁচ পড়েছে ‘সর্দারজি ৩’ ছবিতে। এসবের মাঝেই সোশাল মিডিয়ায় দিলজিৎ লিখলেন, 'মুক্তির আগেই সেন্সরড!' কিন্তু নাহ, এই পোস্ট 'সর্দারজি ৩' ছবি নিয়ে নয়।

দিলজিতের এই পোস্টের কারণ তার আগের ছবি 'পাঞ্জাব ৯৫'। রিলিসের আগেই ছবিটি সেন্সর বোর্ডের কোপে পড়ে। বোর্ডের তরফে ১২৭ টি পরবির্তনের দাবি জানানো হয়। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়া ছবি রিলিজ সম্ভব নয়। ফলে আটকে ছবি মুক্তি। 'সর্দারজি ৩' ছবি নিয়ে টানাপোড়েনের মধ্যে 'পাঞ্জাব ৯৫' নিয়ে সরব হলেন অভিনেতা। উল্লেখ্য, পাঞ্জাবের মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবন অবলম্বনে তৈরি করা হয়েছিল পাঞ্জাব ৯৫।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেও ভারতীয় ভাবাবেগে আঘাত দিয়ে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি।
  • ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই বিপাকে পড়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ।
  • এসবের মাঝেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করলেন অভিনেতা। লিখলেন, 'মুক্তির আগেই সেন্সরড!'
Advertisement