shono
Advertisement

ফের নয়া পালক ব্রাত্য বসুর মুকুটে, বাংলা আকাদেমির চেয়ারম্যান পদে বিশিষ্ট নাট্যকার

বাংলা আকাদেমিতে আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন ১৩ জন বিশিষ্ট সাহিত্যিক।
Posted: 07:52 PM Jan 20, 2022Updated: 10:44 PM Jan 20, 2022

দীপঙ্কর মণ্ডল: শাঁওলি মিত্রর ছেড়ে যাওয়া চেয়ারে এবার বসতে চলেছেন নাট্যকার-সাহিত্যিক ব্রাত্য বসু (Bratya Basu)। বাংলা আকাদেমির নতুন চেয়ারম্যান হিসেবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম ঘোষণা করা হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। বাংলা আকাদেমির নতুন কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে ব্রাত্য-সহ ১৩ জন বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিকে রাখা হয়েছে।

Advertisement

রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্যকার-সাহিত্যিক ব্রাত্য বসুর মুকুটে আরও একটি পালক জুড়ল। এবার বাংলা আকাদেমির চেয়ারম্যানের চেয়ারে বসছেন তিনি। এতদিন এই পদে ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র (Shaoli Mitra)। কিন্তু নতুন বছরের শুরুতেই, গত ১৬ জানুয়ারি প্রয়াত হন তিনি। এরপরই বাংলা আকাদেমির দায়িত্ব কাকে দেওয়া হবে, তার খোঁজ শুরু হয়। নাম উঠে আসে ব্রাত্য বসুর। মন্ত্রিত্ব, হাজারও রাজনৈতিক দায়িত্বের মাঝেও তাঁর সৃষ্টিকর্ম থেমে থাকেনি। নিরন্তর নাটক, প্রবন্ধ রচনা করেছেন। নাটক নির্দেশনা এবং অভিনয়ও করেছেন সমান তালে। এবার আরও এক দায়িত্ব অর্পণ করা হল বিশিষ্ট নাট্যকারের কাঁধে। বাংলার সংস্কৃতির পীঠস্থান বাংলা আকাদেমির চেয়ারম্যান পদে বসানো হল ব্রাত্য বসুকে।

[আরও পড়ুন: নারায়ণ দেবনাথ নিজেও যেন সুপারহিরো, রং-তুলির হাতিয়ারেই বাঙালির চিরকালীন নায়ক]

গত বছরের অন্তিম লগ্নেই তাঁর হাত ধরে সুসংবাদ এসেছিল বাংলা সংস্কৃতির আঙিনায়। ২০২১-এর সাহিত্য আকাদেমি পুরস্কার (Sahitya Akademi award) প্রাপক হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্যকার-পরিচালক-অভিনেতা ব্রাত্য বসু। ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে।

এই বইয়ের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপক ব্রাত্য বসু

বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা আকাদেমির কমিটিতে ব্রাত্য বসু ছাড়া আরও ১২ জন বিশিষ্টকে আমন্ত্রিত সদস্য করা হয়েছে। এই তালিকায় রয়েছেন –

  • জয় গোস্বামী
  • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
  • সঞ্জীব চট্টোপাধ্যায়
  • সুবোধ সরকার
  • প্রচেত গুপ্ত
  • অর্পিতা ঘোষ
  • অভীক মজুমদার
  • প্রসূন ভৌমিক
  • শ্রীজাত
  • আবুল বাশার
  • সুধাংশু দে
  • ত্রিদিব চট্টোপাধ্যায়

[আরও পড়ুন: প্রয়োজন নেই অ্যান্টিভাইরালের! করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসায় নয়া নির্দেশিকা কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement