shono
Advertisement

Breaking News

বকেয়া টাকা মেটাননি শ্বেতা তিওয়ারি, অভিনেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন কর্মচারী

কী বক্তব্য হিন্দি টেলিভিশন তারকার?
Posted: 06:04 PM Nov 27, 2020Updated: 06:04 PM Nov 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে হিন্দি টেলিভিশন তারকা শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)। এবার অভিনেত্রীর বিরুদ্ধে বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ আনলেন প্রাক্তন কর্মচারী। রাজেশ পাণ্ডে (Rajesh Pandey) নামের ওই ব্যক্তির অভিযোগ, তাঁর এক মাসের বকেয়া পারিশ্রমিক দেননি অভিনেত্রী।

Advertisement

অভিনয়ের পাশাপাশি মুম্বইয়ে একটি অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান চালাতেন শ্বেতা। তাতেই শিক্ষক হিসেবে কাজ করতেন রাজেশ। তাঁর দাবি, পাঁচ বছর ধরে তিনি কাজ করেছেন। মাসিক ৪০ হাজার টাকা মাইনে পেতেন। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। রাজেশের অভিযোগ, তাঁর এক মাসের মাইনে এখনও বাকি। দু’বছর কেটে গেলেও শ্বেতা সেই বকেয়া টাকা মেটাননি। রাজেশ জানান, করোনার (CoronaVirus) কারণে কষ্টে রয়েছেন তিনি। হাতের সঞ্চয় ফুরিয়ে গিয়েছে। বাড়িভাড়া পর্যন্ত দিতে পারছেন না। যেকোনও দিন মালিক ঘর থেকে বের করে দিতে পারেন। তাঁর আশা, এবার যদি বকেয়া টাকা মিটিয়ে দেন অভিনেত্রী। তাহলে একটু সুরাহা হতে পারে। শ্বেতাকে সম্মান করলেও তাঁর ব্যবহার খুবই খারাপ বলে অভিযোগ করেন রাজেশ।

[আরও পড়ুন: কৃষক বিক্ষোভ: কেন্দ্রকে ব্যঙ্গ করে খাবার বয়কটের ডাক তাপসীর, প্রতিবাদী স্বরা ভাস্করও]

নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন শ্বেতা। জানিয়েছেন, রাজেশ তাঁর কাছে শুধুমাত্র TDS-এর ১২,০০০ হাজার টাকা পাবেন। যা ক্লেইম করতে হবে। তাঁর নাম ব্যবহার করে রাজেশ প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন বলে পালটা অভিযোগ করেন তিনি। উল্লেখ্য, হিন্দি টেলিভিশনে অভিনয়ের জন্য সুখ্যাতি থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বার বার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই তাঁর প্রাক্তন স্বামী অভিনব কোহলি (Abhinav Kohli) ইনস্টাগ্রামে অভিযোগ করেছিলেন, শ্বেতা তাঁদের ছেলেকে কোথাও লুকিয়ে রেখেছেন। অভিনেত্রীর দরজায় গিয়ে বারবার বেল বাজিয়ে ডাকলেও সাড়া দিচ্ছেন না। ভিডিও আপলোড করে অভিযোগ জানিয়েছিলেন অভিনব। প্রথম স্বামী রাজা চৌধুরীর বিরুদ্ধে আবার নির্যাতনের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী নিজেই।

[আরও পড়ুন: হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, ‘লুডো’র একাধিক দৃশ্য নিয়ে ক্ষুব্ধ নেটদুনিয়ার একাংশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement