সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ঝলক থেকেই ধোঁয়াশা রাখা হয়েছিল। হ্যাশট্যাগ জেনারেট হয়েছিল #WhoIsThatGirl। কোন নতুন নায়িকার উপর ‘ফিদা’ অভিনেতা যশ দাশগুপ্ত? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটদুনিয়ার আনাচে-কানাচে। উত্তর মিলল যথা সময়ে। কন্যার নাম সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। জন্ম বিদেশে হলেও আদতে বাঙালি। আর বাংলা সিনেমার অনুরাগী। তাই বাংলা সিনেমা দিয়েই অভিনয় জগতে প্রবেশ করছেন সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। টলিউডের নতুন নায়িকা।
পরিচালক পথিকৃত বসুর ছবি ‘ফিদা’-এ দেখা যাবে নতুন এই জুটিকে। ওমানের মাসকটে জন্ম সঞ্জনার। বেশ কিছুদিন মডেলিং করেছেন। তবে শিকড়ের সন্ধানে ফিরে এসেছেন বাংলায়। আর এসেই যশের নায়িকা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল? উত্তর দেওয়ার সময়ও উচ্ছ্বসিত ছিলেন নবাগতা। জানালেন ‘অ্যাকশন’ শব্দটি শোনামাত্রই সারা শরীরে যেন শিহরণ জেগেছিল। একটু নার্ভাসও হয়েছিলেন। কিন্তু মনে মনে বলেছিলেন, পারতে তাঁকে হবেই। সেই মন্ত্রের জোরেই বাংলা সিনেমা আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
[প্রকাশ্যে স্নান শার্লিনের, নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী]
এখন অবশ্য সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। এর পুরো ক্রেডিটই সঞ্জনা দিয়েছেন পরিচালক পথিকৃত ও নায়ক যশকে। যশ তাঁকে ভীষণভাবে সাহায্য করছেন, অভিনয়ের খুঁটিনাটিও বোঝাচ্ছেন। দু’জনের সাহায্যে শুটিং করতে বেশ লাগছে নায়িকার।
ছবিতে অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে দেখা যাবে যশকে। অন্যদিকে খুশির চরিত্রে রয়েছেন সঞ্জনা। একজন বাস্তববাদী অথচ হাসিখুশি মেয়ে। এদের দু’জনের প্রেমের কাহিনিই নিজের ক্যামেরায় সাজাচ্ছেন পথিকৃত। আদ্যোপান্ত এই রোম্যান্টিক ছবির অনেকটা শুটিং হবে লন্ডনে। ঈদের দিনেই মুক্তি পাওয়ার কথা এসভিএফ-এর এই নয়া ভেঞ্চারের।
[সিনে ইন্ডাস্ট্রিতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবেন না, আরজি জাভেদ আখতারের]
The post প্রবাসী বাঙালি কন্যার প্রেমে ‘ফিদা’ যশ দাশগুপ্ত appeared first on Sangbad Pratidin.