shono
Advertisement

Fighter: প্রকাশ পেতেই ভাইরাল ‘ফাইটার’-এর মোশন পোস্টার! ভারতীয় বায়ু সেনার পাইলট হৃতিক-দীপিকা

মোশন পোস্টারের নেপথ্যে রয়েছে বাজছে ‘সুজলং সুফলং’।
Posted: 01:10 PM Aug 15, 2023Updated: 02:11 PM Aug 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশভক্তি নিয়ে ফের একটা হিন্দি সিনেমা (Hindi Movie)। আর তাই ৭৭তম স্বাধীনতা দিবসকেই (77th Independence Day) বেছে নেওয়া হল। ১৫ আগস্টের বিশেষ দিনে প্রকাশ্যে এল বলিউডের (Bollywood) বহু প্রতিক্ষিত ছবি ‘ফাইটার’-এর (Fighter) মোশন পোস্টার। সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) এই সিনেমার পরিচালক। শোনা যাচ্ছে ‘ফাইটার’ হল বলিউডের প্রথম সিনেমা যেখানে ফাইট সিকুয়েন্স মাঝ আকাশে শ্যুট হয়েছে। এই মোশন পোস্টার সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর ভাইরাল হতে সময় লাগেনি। মেগা বাজেটের সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন (Hrithik Roshan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও অনিল কাপুর (Anil Kapoor)।

Advertisement

মোশন পোস্টার ভাইরাল হওয়ার পর নায়িকা দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে ফাইটার আসছে সিনেমাহলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি। #SpiritOfFighter #SiddharthAnand।’ এই পোস্টে অনিল কাপুর আর হৃতিক রোশনকেও ট্যাগ করেন দীপিকা।

[আরও পড়ুন: ‘এপারে যা বিপ্লব ওপারে সন্ত্রাস’, ‘রক্তবীজ’-এর নতুন পোস্টারে খাগড়াগড় বিস্ফোরণের স্মৃতি]

 

ভাইরাল হওয়া এই মোশন পোস্টার শুরু হচ্ছে রানওয়ের একটি দৃশ্য দিয়ে। প্রথমেই হৃতিক রোশনকে দেখা যাচ্ছে। ভারতীয় বায়ু সেনার পাইলটের লুকে ধরা দিয়েছেন হৃতিক। এরপর দীপিকাকে বায়ু সেনার পাইলটের ইউনিফর্ম পরে রানওয়ে ধরেই হেঁটে আসতে। এক ঝলক দেখা মিলেছে অনিল কাপুরের। সেই মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘সুজলং সুফলং’।

সিদ্ধার্থ আনন্দই ছিলেন কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। ভিএফএক্স নিয়ে একটু সমালোচনা হলেও, নিখাদ বিনোদন হিসেবে পাঠানকে ফুল মার্কস দিয়েছে অনেকেই। হলে টিকিট কেটে গেলে পয়সা উসুল মনে হবে আট থেকে আশির। পপকর্ন খেতে খেতে কেউ যদি মাথা না খাটিয়ে সিনেমা উপভোগ করতে চায়, তাহলে আদর্শ ছিল ‘পাঠান’। এখন দেখার ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। অপেক্ষা পরের বছরের। ২০২৪ সালের ২৬ জানুয়ারি গোটা দেশের প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই মেগাস্টারদের ‘ফাইটার’।

[আরও পড়ুন: ব্রিটিশরা বাজাল ভারতের জাতীয় সংগীত, ভিডিও দেখে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement