সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৪৭ বছর বয়স। এই অল্প বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক ইলিয়ারাজার কন্যা ভবতারিণী।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিরল রোগে ভুগছিলেন ভবতারিণী। ভারত থেকে শ্রীলঙ্কা গিয়েছিলেন চিকিৎসার জন্য। শুক্রবার ভোর ৫টা ২০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন ইলিয়ারাজার কন্যা।
জানা গিয়েছে, শ্রীলঙ্কায় আয়ুর্বেদিক চিকিৎসা করাচ্ছিলেন ভবতারিণী। সেই চিকিৎসাই প্রাণ কাড়ল তাঁর।
[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল মন্দির! রিপোর্টে জানাল ASI]
বাবার মতো সঙ্গীতের অনুরাগী ছিলেন ইলিয়ারাজা কন্যা। ছিলেন গায়িকা। অভিনয় করেছেন বেশ কিছু তামিল ছবিতে। শুধু তাই নয়, বাবার বেশ কয়েকটি গানের কম্পোজারও ছিলেন তিনি। ভারতী ছবির গানের জন্য সম্প্রতি জাতীয় পুরস্কার জিতে নিয়ে ছিলেন ভবতারিণী। তাঁর অকালমৃত্যুতে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন ইলিয়ারাজার পরিবার।