সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরের অনুষ্ঠানকে ঘিরে শুরু থেকেই উচ্ছ্বসিত কঙ্গনা (Kangana Ranaut)। অনুষ্ঠানের কয়েকদিন আগেই অযোধ্যায় পৌঁছান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি তো শ্রীরামের ভক্ত। রামায়ণের ভক্ত। রামের কথারও ভক্ত। আর আমি আজকে কতটা খুশি আন্দাজ করতে পারবেন না। এটা গণআন্দোলনের সাফল্য। তাই কোনও একজনের কথা বলব না। সারা ভারত একসঙ্গে জড়ো হয়েছে, তাই তো আজকে আমরা এই দিন দেখতে পেরেছি। আমার আগের জন্মের পুণ্যের ফল আমি অযোধ্যা রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি।”
আর এবার রামমন্দির থেকে ফিরে মন দিলেন সিনেমার প্রচারে। রামলালার থেকে আশীর্বাদ নিয়েই টালবাহানায় থাকা ‘এমার্জেন্সি’ ছবির রিলিজ নিয়ে শেষমেশ জব্বর খবর দিলেন কঙ্গনা। সোশাল মিডিয়ায় ইন্দিরার অবতারে ‘এমার্জেন্সি’ ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনে কঙ্গনা জানিয়ে দিলেন ১৪ জুন মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘এমার্জেন্সি’। যে ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে।
[আরও পড়ুন: প্রভাসের ‘আদিপুরুষ’ কলঙ্ক মেটাল রামমন্দির! ভাইরাল মন্দির চত্বরের ভিডিও]
মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুক কঙ্গনা সবার নজর কেড়ে নিলেন। মাত্র কয়েক মিনিটের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এই ‘এমার্জেন্সি’র পরিচালক।
ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা জানান, ‘পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।’
কঙ্গনা আরও জানিয়েছেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সকলের কাছে অজানা। এমার্জেন্সি ছবিতে এগুলোকেই তুলে ধরা হবে।’