shono
Advertisement

Breaking News

কিয়ারার প্রেমে হাবুডুবু কার্তিক, কাশ্মীরের কোলে নতুন এক ‘সত্যপ্রেম কি কথা’, দেখুন টিজার

২৯ জুন মুক্তি পাবে এই ছবি।
Posted: 05:41 PM May 18, 2023Updated: 05:41 PM May 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভুলভুলাইয়া ২’ তে দর্শক থেকে বক্স অফিসের মন জয় করেছিল কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের জুটি। সেই পুরনো ম্যাজিককে সঙ্গে নিয়েই এবার রোম্যান্টিক মিউজিক্যাল ছবিতে ফিরছেন কার্তিক ও কিয়ারা। ছবির নাম সত্যপ্রেম কি কথা। বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই ছবির টিজার।

Advertisement

টিজার দেখেই বোঝা গেল এই ছবি হতে চলেছে আদ্যপান্ত প্রেমের ছবি। কাশ্মীরের প্রেক্ষাপটে কার্তিক ও কিয়ারার প্রেম যে জমে উঠবে তার প্রমাণ রয়েছে ঝলকেই।

[আরও পড়ুন: ‘জেব্রার মতো লাগছে..’, Cannes-এ সাদা-কালো পোশাকে চূড়ান্ত কটাক্ষের শিকার সারা]

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের পর পরই এই ছবির শুটিংয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন কিয়ারা। কাশ্মীর থেকে ইনস্টাগ্রামে নানা ছবিও পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে।

অন্যদিকে, বক্স অফিসে কার্তিক আরিয়ানের ম্যাজিক তো রয়েইছে। বিশেষ করে ভুলভুলাইয়া ২ ছবির পর কার্তিক কিন্তু নিজের দরও বাড়িয়েছেন। সব মিলিয়ে কিয়ারা ও কার্তিকের এই নতুন ছবি যে দর্শকদের নজর কাড়বে তার ইঙ্গিত রয়েছে এই টিজারেই।

[আরও পড়ুন: ‘কেরল সন্ত্রাসের আঁতুরঘর..’, বিতর্কের মাঝেই বিস্ফোরক ‘দ্য কেরালা স্টোরি’ প্রযোজক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement