shono
Advertisement

Mahalaya 2023: মহালয়া স্পেশাল: দেবী দুর্গা কোয়েল, মহাদেব রণজয়, দেখুন ‘যা দেবী সর্বভূতেষু’র ঝলক

শিব-গৌরীর বিয়ের দৃশ্য দেখানো হয়েছে নতুন এই ঝলকে।
Posted: 02:30 PM Oct 08, 2023Updated: 02:30 PM Oct 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেজে উঠছে শহর কলকাতা। সেজে উঠছে বাংলা। প্যান্ডেলে প্যান্ডেলে কাজের গতি বেড়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর (Durga Puja 2023)। তার আগে মহালয়া। এবার স্টার জলসার মহালয়া স্পেশাল অনুষ্ঠানে দেবী দুর্গা হচ্ছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল ‘যা দেবী সর্বভূতেষু’র ঝলক। যেখানে কোয়েলের পাশাপাশি মহাদেব হিসেবে রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) অভিনয় করেছেন।

Advertisement

চল্লিশ সেকেন্ডের এই ঝলকে কোয়েলকে গৌরী হিসেবে দেখা যাচ্ছে। শিব-গৌরীর বিয়ের দৃশ্যও দেখানো হয়েছে তাতে। আগামী শনিবার ভোর পাঁচটা নাগাদ মহালয়ার এই বিশেষ অনুষ্ঠান হবে। তাতে সতী, পার্বতী এবং দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল। মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেছেন গৌরব মণ্ডল। পায়েল দে হয়েছেন কালী। শুভমিতাকে দেখা যাবে মহামায়া হিসেবে। দ্বীপান্বিতা আর সুস্মিতা যথাক্রমে অন্নপূর্ণা ও ব্রহ্মচারিণীর ভূমিকায় অভিনয় করেছেন।

[আরও পড়ুন: ভক্তের কল্পনায় ‘জওয়ান’-এর ‘প্যারালাল ইউনিভার্স’, সন্তান কোলে শাহরুখ-দীপিকা, দেখুন ছবি]

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও দুর্গা রূপে দেখা গিয়েছে কোয়েলকে। ২০১৫-য় জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে কোয়েলের ‘মা দুর্গা’ রূপ প্রশংসিত হয়েছিল। এরপর ২০১৭ সালে স্টার জলসার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দুর্গা দুর্গতিনাশিনী’তেও দুর্গা সেজেছিলেন কোয়েল। ২০১৮ এবং ২০১৯, ২০২১ সালেও মহালয়াতে দুর্গা রূপে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। এবার স্টার জলসার জন্য দুর্গার বেশে সেজে উঠলেন নায়িকা।

পুজোয় কোয়েলের ছবিও মুক্তি পাবে। অরিন্দম শীলের পরিচালনায় ‘জঙ্গলে মিতিন মাসি’তে অভিনয় করেছেন অভিনেত্রী। ট্রেলারে বেশ অ্যাকশনের মেজাজে দেখা গিয়েছে কোয়েলকে। এবার চোরা শিকার রুখবে মিতিন মাসি। এমনটাই জানা গিয়েছে।

[আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন নুসরত ভারুচা, ফোনে করা যাচ্ছে না যোগাযোগ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement