সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী ছবি ‘মায়া দর্পণ’-এর পরিচালক কুমার সাহানি (Kumar Shahani)। কলকাতাতেই জীবনাবসান ঋত্বিক ঘটকের অন্যতম প্রিয় ছাত্রের। শোনা গিয়েছে, গতকাল রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি পরিচালক। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘X’ হ্যান্ডেলের মাধ্যমে পরিচালকের পরিবারের সদস্য, বন্ধু ও অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন তিনি।
১৯৪০ সালে লারকানায় (অধুনা পাকিস্তান) জন্ম কুমার সাহানির। স্বাধীনতার পর বম্বে (অধুনা মুম্বই) চলে আসে তাঁর পরিবার। পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার পাশাপাশি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) থেকে চিত্রনাট্য লেখা ও অ্যাডভান্স ডিরেকশনের শিক্ষাও গ্রহণ করেন তিনি। সেই সময়ই শিক্ষক ঋত্বিক ঘটকের সংস্পর্শে আসেন।
[আরও পড়ুন: ‘সর্বস্বান্ত হয়েছিলাম, অ্যাকাউন্টে মাত্র…’, চূড়ান্ত সংগ্রাম ছিল ‘টুয়েলভথ ফেল’-এর নায়িকার ]
রবার্তো রোসেলিনি, রবার্ট ব্রেসোঁর মতো পরিচালকের দ্বার প্রভাবিত হন কুমার সাহানি। তাঁকে দেশের ‘আর্ট হাউস’ সিনেমার অন্যতম কারিগরও বলা হয়। ১৯৭২ সালে মুক্তি পায় পরিচালকের প্রথম সিনেমা ‘মায়া দর্পণ’। সেরা হিন্দি ছবির জাতীয় পুরস্কার পায় ছবিটি।
‘মায়া দর্পণ’-এর মুক্তির প্রায় বারো বছর পর পরিচালকের দ্বিতীয় ছবি ‘তরঙ্গ’ মুক্তি পায়। সে ছবিও স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভাবান্তরণ’-এর জন্য তৃতীয় জাতীয় পুরস্কারটি পান তিনি। পরিচালকের অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘খেয়াল গাথা’, ‘কসবা’, ‘চার অধ্যায়’।